এইদিন ওয়েবডেস্ক,জম্মু,২৮ জুলাই : অমরনাথ গুহার কাছে মেঘভাঙা বৃষ্টির ভয়ঙ্কর রূপ সামনে এল । জনৈক এক ব্যক্তি ওই ঘটনা তাঁর মোবাইল ক্যামেরায় ভিডিও রেকর্ড করে পরে ট্যুইটারে পোস্ট করলে তা প্রকাশ্যে আসে । প্রাথমিকভাবে জানা গেছে, অমরনাথ গুহার কাছাকাছি এলাকায় বিএসএফ ও সিআরপিএফ ক্যাম্প বিধ্বস্ব হয়ে গেছে । তবে ঘটনার সময় গুহায় কোনও শ্রদ্ধালু গুহায় না থাকায় বড়সড় দূর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া গেছে । ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে ।অমরনাথ গুহার কাছে প্রথম থেকেই প্রহরায় রয়েছে সিআরপিএফের দুটি দল । এদিনের ঘটনার পর অতিরিক্ত আরও একটি দলকে ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে ।
এদিকে করোনা পরিস্থিতির কারনে বিগত দু’বছর ধরে অমরনাথ যাত্রা বন্ধ রেখে দিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন । প্রতিবছর ২৮ জুন থেকে শুরু হয় অমরনাথ যাত্রা । চলে ২২ আগস্ট পর্যন্ত । কিন্তু অতিমারীর কারনে বিগত দু’বছর ধরে এই পবিত্র যাত্রা বন্ধ রাখা হয়েছে । অমরনাথের গুহা পহলগাঁও থেকে ৪৬ কিমি ও বাল্টার থেকে ১৪ কিমি দুরে । উচ্চতার কারনে অক্সিজেন কম । এছাড়া মেঘভাঙা বৃষ্টিপাত ও ভূক্ষলনের কারনে ঝুঁকি থেকেই যায় । তা সত্ত্বেও প্রতিবছর অসংখ্য শ্রদ্ধালুর সমাগম হয় এই যাত্রায় । ফলে এবারে যাত্রা বন্ধ থাকায় বড় ধরনের দূর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে ।
তবে অমরনাথের ঘটনায় বিশেষ ক্ষয়ক্ষতির না হলেও এদিন ভোর সাড়ে চারটে নাগাদ মেঘভাঙা বৃষ্টির জেরে কিস্তবাড়ে হড়পা বান আসে । যার ফলে হুঞ্জার গ্রামের ৬ টি বাড়ি ও একটি রেশন দোকান ভেসে গেছে । স্থানীয় ও প্রশাসন সুত্রে খবর,৪০ জন গ্রামবাসী নিখোঁজ হন। যার মধ্যে ১৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে । পাশাপাশি ৭ টি মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন কিস্তাওয়াড় জেলার ডেপুটি কমিশনার অশোক কুমার শর্মা । তিনি জানান,সেনা, পুলিশ ও এনডিআরএফের দল মিলিতভাবে উদ্ধার কাজ চালাচ্ছে ।।