এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),২৫ মে : সারা রাজ্যের পাশাপাশি ঘুর্ণীঝড় “ইয়াস”-এর প্রভাব পূর্ব বর্ধমান জেলাতেও পড়তে চলেছে । মঙ্গলবার থেকেই তার প্রাথমিক লক্ষ্মণ দেখা গেছে । এদিন প্রায় সারা দিনই ছিল মেঘলা আকাশ । সঙ্গে দফায় দফায় ঝিড়ঝিড়ে বৃষ্টিপাত । রাত পোহালেই দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলার ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর । গোটা রাজ্যের পাশাপাশি এই জেলাতে ” ইয়াসে”-এর প্রভাব কতটা পড়বে তা নিয়ে সাধারন মানুষের মধ্যে রয়েছে চাপা আতঙ্ক । তারই প্রতিফলন দেখা গেল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে ।
প্রলয়ঙ্কারী এই আপদ রুখতে যজ্ঞের আয়োজন করা হল কেতুগ্ৰাম থানার গোমাই গ্রামে । মঙ্গলবার ৫ জন পুরোহিত নিয়ে রীতিমত ধর্মীয় আচার মেনে চলে হোমযজ্ঞ । এই যজ্ঞই প্রকৃতির রোষ থেকে রক্ষা করবে বলে বিশ্বাস গ্রামবাসীদের । এদিনের যজ্ঞ ঘিরে গ্রামবাসীদের আগ্রহ ছিল চোখে পড়ার মত । তবে করোনাবিধি মেনেই গ্রামবাসীরা হোমযজ্ঞে সামিল হয়েছেন বলে উদ্যোক্তাদের পক্ষে সাগ্নিক চট্টোপাধ্যায় জানান ।।