এইদিন ওয়েবডেস্ক,নিউইয়র্ক,০৭ ফেব্রুয়ারী : ইউক্রেনের সংঘাত বাড়লে বিশ্ব বড় আকারের যুদ্ধের দিকে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস । সোমবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে গুতেরেস তার ভাষণে বলেছেন,’আমরা ২০২৩ সাল শুরু করেছি তিক্ত ঘটনা এবং চ্যালেঞ্জ নিয়ে যা আমরা কেউই আশা করিনি । এটি আমাদের জীবনের কোনও ঘটনার সাথে মিল নেই ।’ ভাষণে গুতেরেস জলবায়ু পরিবর্তন সম্পর্কে বিশ্বের দেশগুলিকে সতর্ক করে বলেছেন, ‘আমাদের অবশ্যই জেগে উঠতে হবে । আমাদের এনিয়ে অনেক কাজ করতে হবে ।’ তিনি আরও বলেন, ‘ইউক্রেনের যুদ্ধ ছাড়াও ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে অশান্তি ছাড়াও আফগানিস্তান, মিয়ানমার, সাহেল এবং হাইতিতেও শান্তির অভাব রয়েছে ।’
তিনি বলেছেন,’ইউক্রেনের যুদ্ধের প্রথম বর্ষে হাজার হাজার মানুষকে নিহত হয়েছে এবং কয়েক হাজার মানুষকে এই যুদ্ধ গৃহহীন করেছে ।’ পরিশেষে তিনি বিশ্বকে সতর্ক করে দিয়ে বলেছেন যে ইউক্রেনের সংঘাত বাড়লে বিশ্ব বড় আকারের এবং পূর্ণ-মাপের যুদ্ধের দিকে যাবে ।।