এইদিন বিনোদন ডেস্ক,১৬ ডিসেম্বর : প্রখ্যাত তবলা বাদক জাকির হুসেন হৃদরোগে মারা গেছেন৷ সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে । কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর ।
৭৩ বছর বয়সী আমেরিকান সংগীতশিল্পীকে রক্তচাপের সমস্যার জন্য সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু রবিবার পরিবারের সদস্যরা জানান, চিকিৎসা অকার্যকর হওয়ায় তিনি মারা গেছেন ।
ওস্তাদ জাকির হোসেনের বাবা আল্লাহ রাখাও একজন বিখ্যাত তবলা বাদক ছিলেন। প্রখ্যাত তবলা বাদক জাকির হুসেন পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণের মতো পুরস্কারের প্রাপক। শুধু তাই নয়, জাকির হুসেনই প্রথম ভারতীয় তবলা বাদক যাকে প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা অল-স্টার গ্লোবাল কনসার্টে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।
১৯৫১ সালে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইতে জন্মগ্রহণকারী জাকির হুসেন ৩ বছর বয়সে তবলা চর্চা শুরু করেন। শুধু তাই নয়, জাকির হুসেন ৭ বছর বয়সে একজন পেশাদার হয়ে ওঠেন এবং ১১ বছর বয়সে বিভিন্ন জায়গায় তার শো করতে শুরু করেন।।