এইদিন ওয়েবডেস্ক,লন্ডন,০৯ জানুয়ারী : কানাডিয়ান ইমাম শেখ ইউনুস কাঠরাদার (Sheikh Younus Kathrada)-এর একটি ঘৃণা পূর্ন সাম্প্রদায়িক বক্তব্যের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । ওই ভিডিওতে তাঁকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শোনা গেছে,'”হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের শক্তি দাও, কাফের ও মুশরিকদের লাঞ্ছিত কর, আমাদের ধর্মের শত্রুদের ধ্বংস কর এবং বিধর্মী ও নাস্তিকদের ধ্বংস কর !’ ভিডিওটি সামনে আসার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে ।
কানাডার ওই ইমামের এই প্রকার ঘৃণাপূর্ণ বক্তব্যের কঠোর ভাষায় সমালোচনা করেছেন ব্রিটেন ভিত্তিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার খালিদ উমর(Khalid Umar) । তিনি নিজের টুইটার হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে লিখেছেন,’অমুসলিমরা আপনার শত্রু এবং আল্লাহর শত্রু । এটি একজন কানাডিয়ান ইমাম, মসজিদ বা একটি দেশের কথা নয়। দিল্লি থেকে লন্ডন এবং বার্লিন থেকে লাগোস পর্যন্ত ১.৮ বিলিয়ন এই লাইনগুলির সাথে অনুরণিত । এটিই কুরআন । বৈশ্বিক চ্যালেঞ্জের জন্য বিশ্বব্যাপী প্রতিক্রিয়া প্রয়োজন । বিশ্ব অবশ্যই ইসলামকে মহামারী হিসাবে বিবেচনা করুক ।’
মিডিয়া রিপোর্ট অনুযায়ী,কানাডিয়ান ইমাম শেখ ইউনুস কাঠরাদার ওই বক্তব্যটি ২০২২ সালের ৩০ শে ডিসেম্বরের । কানাডার ভিক্টোরিয়া বিসি-তে একটি খুতবায় বক্তব্য রাখার সময় তিনি বলেছিলেন, ‘খ্রিস্টান, ইহুদি এবং নাস্তিক সহ অমুসলিমরা আল্লাহর শত্রু এবং তাই তারা মুসলমানদের শত্রু ।
আমি চাই আমাদের বাচ্চারা এটি ভালভাবে বুঝুক ।’ তিনি আরও বলেছিলেন,’হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের শক্তি দাও, কাফের ও মুশরিকদের লাঞ্ছিত কর, [আমাদের] ধর্মের শত্রুদের ধ্বংস কর এবং বিধর্মী ও নাস্তিকদের ধ্বংস কর !’ যদিও ইমামের এই প্রকার ঘৃণা মূলক বক্তব্যের পরেও কানাডার কথিত সেকুলার সরকার এযাবৎ ওই তাঁর বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেয়নি ।।