এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২০ সেপ্টেম্বর : কলেজের প্রতিষ্ঠার পর ভাতারে দাশরথি হাজরা মেমোরিয়াল কলেজে প্রথমবার অনুষ্ঠিত হল ‘ন্যাক’ (ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যক্রিডিটেশন কাউন্সিল) বিষয়ক কর্মশালা। ভাতারের এই কলেজকে ‘ন্যাক’ এর আওতাভুক্ত করার লক্ষ্যেই এই কর্মশালার ব্যবস্থা করে কলেজ কর্তৃপক্ষ বলে জানান দাশরথি হাজরা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ডঃ ইনামুর রহমান ও কলেজের ইন্টারন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের কো অর্ডিনেটর তথা ইংরেজি বিভাগের অধ্যাপিকা ডঃ শুচিষ্মিতা হাজরা। কর্মশালায় প্রধান বক্তা হিসাবে ছিলেন মানকর কলেজের অধ্যক্ষ ডঃ সুকান্ত ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন বর্ধমান উইমেন্স কলেজের অধ্যক্ষ ডঃ বাণীব্রত গোষ্বামী,মেমারি কলেজের অধ্যক্ষ ডঃ দেবাশিস চক্রবর্তী, কাঁদরা কলেজের অধ্যক্ষ ডঃ মৃণালকান্তি চট্টোপাধ্যায় প্রমুখ। ‘ন্যাক’ এর আওতাভুক্ত হওয়ার নিয়মাবলী ও কার্যকলাপ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হয় ।
উল্লেখ্য,ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল (NAAC) উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান যেমন কলেজ, বিশ্ববিদ্যালয় বা অন্যান্য স্বীকৃত প্রতিষ্ঠানের ‘মানের অবস্থা’ বোঝার জন্য মূল্যায়ন এবং ন্যাকে অন্তর্ভূক্তি করার কাজ পরিচালনা করে । মূলত শিক্ষাগত প্রক্রিয়া এবং ফলাফল,পাঠ্যক্রম,গবেষণা, অবকাঠামো,শিক্ষার মান এবং আর্থিক পরিস্থিতি প্রভৃতিসহ একাধিক বিষয় মূল্যায়ন করে ন্যাক । এই লক্ষ্যপূরণ হলে আগামীদিনে গ্রামীণ এলাকার এই কলেজের পরিকাঠামো উন্নয়ন ও শিক্ষার প্রসারে সহায়ক হবে বলে আশাবাদী সকলেই ।।