এইদিন ওয়েবডেস্ক, ভাতার(পূর্ব বর্ধমান),২৬ নভেম্বর: নিবিড় কৃত্রিম গো প্রজনন কর্মসূচিকে ডিজিটালাইজড করছে প্রাণীসম্পদ বিকাশ বিভাগ। শুক্রবার এনিয়ে একটি প্রশিক্ষণ শিবির করা হয় পূর্ব বর্ধমান জেলার ভাতারে। এবার থেকে গরুর কৃত্রিম প্রজননের ক্ষেত্রেও অনলাইনে নাম নথিভুক্ত করা হবে। এনিয়ে এদিন ভাতার পঞ্চায়েত সমিতির একটি সভাকক্ষে কর্মশালা করা হল প্রাণীসম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে । ভাতার ব্লক এলাকার প্রাণীবন্ধুদের ও দফতরের কর্মীদের নিয়ে এই কর্মশালা করা হয়। ছিলেন প্রাণীমিত্রারাও। উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ বিকাশ বিভাগের ভাতার ব্লক আধিকারিক শঙ্খ ঘোষ, দফতরের মেডিকেল অফিসার ডঃ নির্মল মণ্ডল প্রমুখ।এদিন কয়েকজন উপভোক্তাকে প্রাণীসম্পদ বিকাশ বিভাগ থেকে বাছুর বিলি করা হয়। গরুর কৃত্রিম প্রজননের ক্ষেত্রে গতি আনতে এলাকার গোপালকদের মধ্যে প্রচারও শুরু হয়েছে বলে জানান শঙ্খবাবু ।।