এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১৫ অক্টোবর : পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের বেলাড়ি গ্রামের কাছে ইথানল তৈরির কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ দেখালো শ্রমিকরা । তাদের অভিযোগ যে এবারে পুজোয় বোনাস দেওয়া হয়নি । এছাড়া ওভারটাইমের টাকাসহ অনান্য সুযোগ সুবিধা দেয় না মালিকপক্ষ ৷ আজ বুধবার বিক্ষোভের জেরে অফিসের কয়েকজন কর্মী কারখানায় ঢুকতে পারেননি । ফলে কারখানার উৎপাদন ব্যহত হয় ।
জানা গেছে,আউশগ্রামের বেলাড়ি গ্রামের ওই ইথানল তৈরির কারখানাটি বছর পাঁচেক আগে চালু হয়। স্থায়ী মিলে তিনশোর বেশি কর্মী রয়েছেন। এমনিতেই ওভারটাইমের টাকাসহ অনান্য সুযোগ সুবিধা না পাওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছিল । তার উপর বিগত দুর্গোৎসবে বোনাস না মেলায় সেই ক্ষোভ চরম আকার ধারন করে । আজ দুই শতাধিক কর্মী কারখানার গেটের সামনে জড়ো হয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন৷ বন্ধ করে রেখে দেওয়া হয় কারখানার গেট ।
কারখানার কর্মী বিমল মাঝি ও কেমিষ্ট পদে কর্মরত শেখর চট্টোপাধ্যায়দের অভিযোগ, কোনো বারেই পূজোর বোনাস দেওয়া হয়না । ওভারটাইমের টাকা মেলে না । ছুটি নিলে বেতন থেকে অতিরিক্ত টাকা কেটে নেওয়া হয় । ইনক্রিমেন্ট হয়নি। ক্যান্টিনে একবেলা খেলে দুই তিন বেলার টাকা কেটে নেয় কর্তৃপক্ষ । এমনকি কাজে যোগ দেওয়ার সময় যে বেতনের কথা বলা হয়েছিল সেই বেতন দেওয়া হয় না বলে অভিযোগ করেছেন শেখরবাবু । তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে ।।

