এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০৮ ডিসেম্বর : রেলওয়ে আণ্ডারপাসের জন্য খননের কাজ চলার সময় মাটির ধস চাপা পড়ে মৃত্যু হল একজন শ্রমিকের । গুরুতর আহত হয়েছে আরও দুই শ্রমিক । আজ রবিবার রাত প্রায় সাড়ে আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার কুমোরপুর এলাকায় । আহতরা হাসপাতালে চিকিৎসাধীন । এলাকাটি সাঁইথিয়া আর পি এফের অধীনে পড়ে ৷ দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে ছুটে আসে রেলের আধিকারিকরা এবং আরপিএফ । আরপিএফ জানিয়েছে, মৃতের নাম আশুতোষ মণ্ডল ।
জানা গেছে,আজ রাতে কুমোরপুরে রেলগেটের কাছে আণ্ডারপাসের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক । এই সময় ধস নামে ৷ আশুতোষ মণ্ডলসহ ৩ জন মাটি চাপা পড়ে যান৷ ঘটনাস্থলে উপস্থিত অনান্য শ্রমিকরা দ্রুত মাটি সরিয়ে তাদের উদ্ধার করে ৷ তড়িঘড়ি তাদের স্থানীয় কাঁদরা হাসপাতালে নিয়ে যাওয়া হলে আশুতোষ মণ্ডলকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন । দুর্ঘটনা প্রসঙ্গে জানতে সাঁথিয়ায় আরপিএফ ইন্সপেক্টরকে ফোন করা হলে তিনি ফোনের লাইন কেটে দেন।।