★★ কি জান, একটু কামনা থাকলে ভগবানকে পাওয়া যায় না। ধর্মের সূক্ষ্ম গতি। ছুঁচে সূতা পরাচ্ছ – কিন্তু সূতার ভিতর একটু আঁস থাকলে ছুঁচের ভিতর প্রবেশ করবে না । তবে একটি কথা আছে—ঈশ্বরের কৃপা হ’লে ঈশ্বরের দয়া হ’লে একক্ষণে সিদ্ধিলাভ করতে পার।
★★ যাকে চিন্তা করবে তার সত্ত্বা পাওয়া যায়। অহর্নিশি ঈশ্বর চিন্তা করলে ঈশ্বরের সত্ত্বা লাভ হয়। লুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে তাই হয়ে গেল ।
★★ সকলে তাঁকে জানতে পারবে—সকলেই উদ্ধার হবে, তবে কেহ সকাল সকাল খেতে পায়, কেহ দুপুর বেলা, কেউ বা সন্ধ্যার সময়; কিন্তু কেহ অভুক্ত
থাকবে না । সকলেই আপনার স্বরূপকে জানতে পারবে।
★★ ঈশ্বর কি ঐশ্বর্যের বশ ? তিনি ভত্তির বশ। ভাব, প্রেম,ভক্তি,ভাব,প্রেম,ভক্তি,বিবেক,বৈরাগ্য এই সব চান।