দীপ দাস,কালনা(পূর্ব বর্ধমান),১৯ সেপ্টেম্বর :
পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী-১ ব্লকের জাহান্নগর পঞ্চায়েতের অন্তর্গত মাগনপুর এলাকার প্রত্যন্ত গ্রামের শিল্পীরর কাঠ ও ফাইবার দিয়ে তৈরি দুর্গা প্রতিমা পাড়ি দিচ্ছে সুদূর আমেরিকায়। আগামী বুধবারই আমেরিকার লইশিয়ানা রাজ্যের ইলিনুইজ স্ট্রিটের উদ্দেশ্যে পাঠানো হবে প্রতিমাটি । প্রবাসী বাঙালি অনিমেষ রায়ের পারিবারিক পুজোর জন্য প্রতিমাটি তৈরি হচ্ছে বলে জানা গেছে । মাগনপুর এলাকার বাসিন্দা তাপস নামে জনৈক এক ব্যক্তির বন্ধু স্বরুপগঞ্জের বাসিন্দা অনিমেষ রায় । তিনি বর্তমানে পরিবারসহ আমেরিকায় বসবাস করেন । অনিমেষবাবু বাড়িতে দুর্গাপুজো করবেন মনস্থির করে মাস দুয়েক আগে তাপসবাবুকে এলাকার কোনো শিল্পিকে দিয়ে একটি কাঠের দুর্গাপ্রতিমা তৈরির ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করেন ।
এরপর তাপসবাবু মাগনপুরের বছর ২৪ এর শিল্পী শঙ্কু দেবনাথকে কাঠের দুর্গাপ্রতিমা তৈরির প্রস্তাব দেন । এই প্রস্তাবে রাজি হয়ে যান শঙ্কুবাবু । তারপর তিনি প্রতিমা নির্মানের কাজে লেগে পড়েন । ইতিমধ্যে কাজ প্রায় ৯০ শতাংশ সম্পূর্ণ ।
শঙ্কুবাবু জানান, ছোটবেলা থেকেই তার বিভিন্ন মডেল তৈরির নেশা ছিল । উচ্চমাধ্যমিকের পর তিনি কৃষ্ণনগরের বিখ্যাত শিল্পীদের কাছ থেকে প্রশিক্ষণ নেন । এর আগেও বিভিন্ন মনীষীদের মূর্তি তৈরিও করেন তিনি । এবার সুদুর আমিরিকা থেকে দুর্গাপ্রতিমা তৈরীর বরাত পাওয়ায় খুশির আবহ শঙ্কু দেবনাথের পরিবারে ।
জানা গেছে,সারা দিনে সাত থেকে আট ঘণ্টা পরিশ্রম করে মূর্তি তৈরির কাজ করছে শঙ্কুবাবু । তাঁকে সঙ্গ দিচ্ছেন তাঁর বাবা মদন দেবনাথ এবং একজন সহযোগী । শঙ্কুর কথায় দুর্গা প্রতিমার মাথায় যে চুল লাগানো হবে, সেটিও শ্যাম্পু দিয়ে ধোয়া যাবে । এদিকে বাংলার এক অখ্যাত গ্রামের শিল্পির তৈরি দূর্গাপ্রতিমা আমেরিকায় পূজিত হবে শুনে উচ্ছ্বসিত এলাকার বাসিন্দারা ।।