এইদিন স্পোর্টস নিউজ,০৬ আগস্ট : বাংলাদেশ থেকে সরে যেতে পারে নারী ক্রিকেট বিশ্বকাপ। চলতি বছরের ৩ অক্টোবর বাংলাদেশে নারী ক্রিকেট বিশ্বকাপের আসর শুরু হওয়ার কথা আছে । ইএসপিএন ক্রিকইনফোর তথ্য মতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। শুধু তাই নয় বিকল্প আয়োজক হিসাবে ভারত, সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কার কথাও ভাবছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ধীরে ধীরে নানা ঘটনা পেরিয়ে শেষ হয়েছে শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে। দেশে গত জুলাই থেকে শুরু হওয়া এই আন্দোলনের ঝড় ক্রিকেটের ওপরেও পড়েছে। সোমবার নড়াইলে প্রাক্তন অধিনায়ক মাশরাফির বাড়িতে আগুন দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ ‘এ’ দলও পাকিস্তানে যেতে পারেনি বিমানবন্দরে সতর্কতা থাকায়।
বর্তমানে বাংলাদেশে অন্তবর্তীকালীন সরকার গঠন হবে। সেটা হতে পারে তিন মাসের মধ্যে। বিশ্বকাপ দরজার কাছে অপেক্ষা করছে বলা চলে। এদিকে দশ দলের এই নারী ক্রিকেট বিশ্বকাপে রয়েছে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াও। সোমবারের (৫ আগস্ট) আপডেটে জানা গেছে, বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে এই তিন দেশ । সব মিলিয়ে জটিল পরিস্থিতি । আইসিসির একজন অফিসিয়াল সোমবার ক্রিকইনফোর সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি জানান,’আইসিসি নিয়মিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করছে ও পরিস্থিতি জানছে। আর তাদের সিকিউরিটি এজেন্সির সঙ্গে আমাদের কনসালটেন্টের কথাও হয়েছে। সবার অংশগ্রহণ যেন নিরাপদ হয় সেটােই আমাদের কাছে প্রাধান্য পাবে।’।