এইদিন ওয়েবডেস্ক,হ্যামিলটন,১২ মার্চ : মহিলাদের বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজকে কার্যত হোয়াইট ওয়াশ করে দিল ভারত । ১৫৫ রানের বিশাল ব্যাবধানে জয় ছিনিয়ে নিল মিতালি রাজের নেতৃত্বে ভারতীয় দল । পাকিস্তানকে হারানোর পর ভারতকে পরাজিত হতে হয়েছিল আয়োজক দেশ নিউজিল্যান্ডের কাছে । শনিবার সেই পরাজয়ের গ্লানি সুদে আসলে মিটিয়ে দিলেন টিম ইন্ডিয়ার মেয়েরা । এদিনের ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের সহ অধিনায়ক তথা ওপেনার স্মৃতি মন্ধনা । তবে তিনি ওই পুরষ্কারটি হরমনপ্রীত কউরের সঙ্গে ভাগ করে নেন ।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত । যস্তিকা ভাটিয়া ৩১,অধিনায়ক মিতালি রাজ ৫ এবং দীপ্তি শর্মা মাত্র ১৫ রান করে দ্রুত প্যাভিলিয়নে ফেরত চলে গেলে চাপে পড়ে যায় ভারত । তারপর ওই অবস্থা থেকে দলের হাল ধরেন হরমনপ্রীত কউর ও স্মৃতি মন্ধনা । স্মৃতি মন্ধানা ১১৯ বলে ১২৩ রান করেন । তাঁর ইনিংসে রয়েছে ১৩ টি চার ও ২ টি ছয় । অন্যদিকে হরমনপ্রীত কউর ১০৭ বল খেলে ১০ টি চার ও ২ টি ছয়সহ ১০৯ রান করেন ৷ শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান করে ভারত ৷
জবাবি ব্যাটিংয়ে ৪০.৩ ওভারে ক্যারিবিয়ানরা ১৬২ রানে শেষ হয়ে যায় । ওয়েস্ট ইন্ডিজের দানেন্দ্রা ডটইন ও হেইলি ম্যাথিউজ ছাড়া কোনও ব্যাটসম্যানই ভারতীয় বোলারদের সামনে টিকতে পারেননি । ডটইন ও ম্যাথিউজ যথাক্রমে ৪৬ বলে ৬২ রান এবং ৩৬ বলে ৪৩ রান করেন ।
ভারতের স্নেহ রানা ও মেঘনা সিং ২ টি করে উইকেট তুলে নিয়েছেন । তবে এদিন সকলের নজর ছিল ঝুলন গোস্বামীর দিকে । কারন তিনি মহিলাদের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারীর শিরোপাটি নিজের দখলে রাখলেন । ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৩৬ তম ওভারে আনিসা মহম্মদের উইকেট নিয়ে বিশ্বরেকর্ড করে ফেললেন ঝুলন । বিশ্বকাপে মোট ৩১টি ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ৪০টি উইকেট । এর আগে অস্ট্রেলিয়ার প্রাক্তন বোলার ফুলস্টোন ১৯৮২ ও ১৯৮৮ সালের দু’টি বিশ্বকাপ মিলে মোট ২০টি ম্যাচ খেলে ৩৯ টি উইকেট পেয়ে বিশ্বরেকর্ড করেছিলেন ।সেই রেকর্ড এদিন ভেঙে দিলেন পশ্চিমবঙ্গের চাকদহের বাসিন্দা ঝুলন গোস্বামী ।।