এইদিন স্পোর্টস নিউজ,১৭ মার্চ : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওমেন্স সেল্ফ ডিফেনস ওয়ার্কশপ’ -এর আয়োজন করা হল বর্ধমান শহরে । বর্ধমান ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং রাতদিন ডক্টরস চেম্বার ও অগ্রদূত সংঘের সহযোগিতায় আজ রবিবার শাঁখারিপুকুরের অগ্রদূত সংঘের ময়দানে আয়োজিত এই বিশেষ ক্যারাটে প্রশিক্ষণ শিবিরটি আয়োজন করা হয় । পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪০ জন স্কুল- কলেজের ছাত্রী,কর্মজীবী মহিলা এবং এমনকি গৃহিণীরাও এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করেন । সেল্ফ ডিফেন্স ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমানের প্রখ্যাত মার্শাল আর্টস কোচ রেনসি দেবাশীষ কুমার মন্ডল । এদিনের অনুষ্ঠানে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল বর্ধমান সহযোদ্ধার সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়কে । তিনি বলেন,’নিজের উপস্থিত বুদ্ধি, সাহস ও ক্যারাটের কলাকৌশল জানা থাকলে নিজেকে রক্ষা করা যায় । আজকের দিনে প্রতিটি মেয়ে ও মহিলাদের ক্যারাটের প্রশিক্ষণ থাকাটা জরুরী । এতে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করার মত সাহস সঞ্চার হবে তাদের মধ্যে ।’ এদিন প্রশিক্ষণ নিতে দেখা যায় বিদ্যার্থী গার্লস স্কুলের গেমস টিচার রিনাদেবীকেও । প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়ার পর প্রত্যেক অংশগ্রহণকারীদের শংসাপত্র দেওয়া হয় ।
প্রসঙ্গত, দেবাশীষ কুমার মন্ডল হলেন ষষ্ঠ ডান ব্ল্যাক বেল্ট, এশিয়ান ক্যারাটে ফেডারেশনের বিচারক এবং জুডো ও উশুতে এনআইএস ডিগ্রির অধিকারী। বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় তিনি নিয়মিত প্রশিক্ষণ দেন । মূলত শহরের অল্প বয়সী মেয়েরা তার কাছে প্রশিক্ষণ নিতে আসে ।
দেবাশীষবাবু বলেন,’ক্যারাটে সহ অন্যান্য মার্শাল আর্টসের কলাকৌশল প্রদর্শনের মাধ্যমে নারীদের শারীরিকভাবে ও মানসিকভাবে সুদৃঢ় করা, উদ্যেশ্যে এই ট্রেনিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যাতে বিভিন্ন পরিস্থিতিতে নারীরা নিজেদের আত্মরক্ষা নিজেরাই করতে পারেন।’ আগামীদিনেও এইধরনের কর্মশালা আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি ।
আজকের শিবিরে অংশগ্রহণকারী নিবেদিতা দাস, ঈশাজি গুপ্তা, শ্রেয়ষী ঘোষ, গৃহবধূ রিয়া রায়রা বলেন,’প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ক্যারাটের কিছু সহজ টেকনিক খুবই কার্যকরী। বর্তমানে আত্মরক্ষার জন্য এই ধরনের প্রশিক্ষণ বিভিন্ন বয়সের প্রত্যেক নারীদেরই নেওয়া উচিত ।’।