এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,০৫ মার্চ : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বর্ধমান ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশনের পরিচালনায় আয়োজন করা হল নিখরচায় “ওমেন্স সেল্ফ ডিফেনস ওয়ার্কশপ” । রবিবার (৫ মার্চ ২০২৩) বর্ধমানের শাঁখারিপুকুরের অগ্রদূত সংঘের ময়দানে আয়োজিত বিশেষ এই প্রশিক্ষণ শিবিরটি সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ‘রাতদিন ডক্টরস চেম্বার’ এবং ‘অগ্রদূত সংঘ’-এর সদস্যরা । প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন বর্ধমানের মার্শাল আর্টস কোচ তথা ৬ষ্ঠ ডান ব্ল্যাক বেল্ট রেনসি দেবাশীষ কুমার মন্ডল । জেলার কয়েকটি গার্লস স্কুলের প্রায় ৯৫ জন ছাত্রীদের পাশাপাশি বেশ কিছু গৃহবধু ও তরুনীকেও এদিন প্রশিক্ষণ নিতে দেখা যায় । প্রশিক্ষণ শেষে সকল অংশগ্রহণকারীদের হাতে একটি করে শংসাপত্র তুলে দেওয়া হয় ।
দেখুন ভিডিও 👇
দেবাশীষবাবু বলেন,’ক্যারাটে সহ অন্যান্য মার্শাল আর্টসের কলাকৌশল প্রদর্শনের মাধ্যমে নারীদের শারীরিকভাবে ও মানসিকভাবে সুদৃঢ় করার উদ্যেশ্যে এই ট্রেনিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে । যাতে বিভিন্ন প্রতিকুল পরিস্থিতিতে নারীরা নিজেদের আত্মরক্ষা নিজেরাই করতে পারেন ।’ তিনি জানান,আগামীদিনে এই ধরনের ওয়ার্কশপের আয়োজন করা হবে ।
অঅংশগ্রহণকারী এক গৃহবধূ বলেন,’পথেঘাটে, যানবাহনে প্রতিকূল পরিবেশের বিরদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ক্যারাটের কিছু সহজ পদ্ধতি জানা খুবই দরকারব । বিশেষ করে যাদের একলা বাইরে বের হতে হয় তাদের নিজেদের আত্মরক্ষার জন্য এই ধরনের প্রশিক্ষণ গ্রহণ করা উচিত ।’।