শেখ মিলন,ভাতাড়(পূর্ব বর্ধমান),০৩ জানুয়ারী : নতুন ভোটারদের ভোটদানে উৎসাহিত করার লক্ষ্যে আদিবাসী মহিলাদের এক দিবসীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হল পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের সাহেবগঞ্জে । রবিবার নির্বাচন কমিশনের উদ্যোগে ও সাহেবগঞ্জ পল্লীমঙ্গল সমিতির সহযোগিতায় আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে ভাতার ব্লকের ৮টি দল অংশগ্রহণ করে । বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি ও আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয় ।
উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার এসসিএসটি কর্পোরেশনের ম্যানেজার মৃন্ময় দাস, মহকুমা শাসক দীপ তারকা বসু, ভাতাড়ের বিডিও তপন সরকার, জয়েন্ট বিডিও অরবিন্দ পাল ও সৌমিত্র গঙ্গোপাধ্যায়,ভাতার থানার ভারপ্রাপ্ত ওসি প্রণব বন্দ্যোপাধ্যায়, সাহেবগঞ্জ পল্লীমঙ্গল সেবা সমিতির সম্পাদক সুনীল কুমার যশসহ স্থানীয় ফুটবলপ্রেমী মানুষজন ।
সাহেবগঞ্জ পল্লীমঙ্গল সেবা সমিতির সম্পাদক সুনীল কুমার যশ জানান, নতুন ভোটারদের ভোট দানে উৎসাহিত করার উদ্দেশ্যেই এই মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে । সারা বছরই সাহেবগঞ্জ পল্লীমঙ্গল সেবা সমিতি অসহায় মানুষের পাশে থাকে ও ভবিষ্যতেও থাকবে।
এসসিএসটি কর্পোরেশনের ম্যানেজার মৃন্ময় দাস জানান,নতুন ভোটারদের খেলাধুলার মাধ্যমে ভোটদানে উৎসাহিত করার উদ্দেশ্যে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে প্রচার চালানো হচ্ছে । দেশের গণতান্ত্রিক ব্যবস্থার ভিত মজবুত করার জন্য নতুন ভোটারদের নাম সংযোজন ও ভোটদান খুবই গুরুত্বপূর্ণ ।।