এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১২ মার্চ : ছোটবেলায় বাবার দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন দিল্লি কমিশন ফর উইমেন (ডিসিডব্লিউ) প্রধান স্বাতি মালিওয়াল । শনিবার তিনি সংবাদ মাধ্যমের কাছে এমনই দাবি করেছেন । দিল্লিতে আন্তর্জাতিক নারী দিবসের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালিওয়াল বলেন, ‘আমি আমার বাবার দ্বারা চতুর্থ শ্রেণী পর্যন্ত যৌন নির্যাতনের শিকার হয়েছি। এই ট্রমা আমাকে নারীর অধিকারের জন্য লড়াই করতে পরিচালিত করেছিল ।’ তিনি বলেন,’আমি তখন খুব ছোট । আমার বাবা আমাকে মারতেন এবং আমি নিজেকে রক্ষা করার জন্য খাটের নিচে লুকিয়ে থাকতাম ।’ তিনি বলেন, ‘খাটের নিচে লুকিয়ে আমি ভাবতাম কিভাবে আমি এমন পুরুষদের শিক্ষা দিতে পারি যারা নারী ও শিশুদের নির্যাতন করে এবং কিভাবে আমি নারীদের অধিকার রক্ষায় সাহায্য করতে পারি ।’
সম্প্রতি, অভিনেত্রী এবং জাতীয় মহিলা কমিশনের (এনসিডব্লিউ) সদস্য খুশবু সুন্দরও বলেছিলেন যে তিনি ৮ বছর বয়সে তার বাবার দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন ।খুশবু সুন্দর বলেছিলেন যে আমার বয়স যখন ৮ বছর তখন আমার বাবার দ্বারা আমি যৌন নির্যাতনের শিকার হয়েছিলাম। আমার বাবা ভেবেছিলেন তার স্ত্রী ও সন্তানদের মারধর করা তার অধিকার। তারা তাদের একমাত্র মেয়েকে যৌন নির্যাতন করা তাদের অধিকার বলে মনে করেছিল ।’
প্রসঙ্গত,দক্ষিণী অভিনেত্রী খুশবু সুন্দর রাজনীতিতে সক্রিয়। নারী অধিকার নিয়ে সব সময় মন্তব্য করা খুশবু সুন্দর তার বক্তব্যের জন্য সব সময়ই খবরের শিরোনামে থাকেন । তিনি জাতীয় মহিলা কমিশনের একজন সদস্যও ।।