এইদিন ওয়েবডেস্ক,মালদা,৩১ অক্টোবর : এলাকা থেকে মদের দোকান অন্যত্র স্থানান্তরের জন্য দীর্ঘ দিন ধরে দাবি জানাচ্ছিলেন গ্রামবাসীরা । কিন্তু তাঁদের সেই দাবিপূরণ হয় । শেষে সমবেত হয়ে মদের দোকানেই ভাঙচুর চালালেন এলাকার মহিলারা । রবিবার ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচক থানার ভুতনির গঙ্গাধরটোলা গ্রামে । ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় ।
গঙ্গাধরটোলা গ্রামের মূল রাস্তার পাশেই রয়েছে লাইসেন্সপ্রাপ্ত ওই মদের দোকানটি । স্থানীয় গ্রামবাসী শুভেন্দু সরকারের কথায়, ‘বাইরে থেকে দুষ্কৃতিরা ওই দোকানে মদ পান করতে আসছে । ফলে এলাকায় চুরির উপদ্রপ বাড়ছে । দুষ্কৃতিরা মহিলাদের পর্যন্ত হেনস্থা করছে । পুলিশকে জানালে দুষ্কৃতিদের ছেড়ে নিরীহ গ্রামবাসীদের ধরে নিয়ে যাচ্ছে । এদিকে মদের দোকানের আশেপাশে এত মদের ভাঙা বোতল পড়ে থাকে যে চাষ আবাদ করা যায় না । তাই আমাদের দাবি অবিলম্বে ওই মদের দোকান গ্রাম থেকে সরিয়ে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হোক ।’ পাশাপাশি তিনি বলেন, ‘মদের দোকান সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য বিডিও,জেলাশাসক, আবগারি বিভাগের কাছে আবেদন জানিয়েছি । কিন্তু কেউ কোনও গুরুত্ব দেয়নি ।’
জানা গেছে,এদিন শতাধিক ক্ষিপ্ত মহিলা কার্যত মিছিল করে হাতে ফেস্টুন নিয়ে ওই মদের দোকানের সামনে এসে জড়ো । প্রথমে দোকানের সামনে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলারা । এদিকে বেগতিক বুঝে দোকানের শাটার লাগিয়ে সরে পড়েন দোকান মালিক । এরপর ক্ষিপ্ত মহিলারা দোকান লক্ষ্য করে ইঁট পাটকেল ছুড়তে শুরু করেন । দোকান মালিকের দাবি,এদিন যারা দোকানে ভাঙচুর চালিয়েছে তারা সকলেই বিজেপির কর্মী ও সমর্থক । কিন্তু তিনি তৃণমূলকে সমর্থন করেন । সেই আক্রোশেই বিজেপি কর্মীরা তাঁদের স্ত্রীদের লেলিয়ে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে ।।