এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগণা,০৬ মার্চ : সন্দেশখালীর মহিলাদের গণধর্ষণ ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করার ঘটনায় মূল পান্ডা শেখ শাহাজাহান এখন পুলিশের হেফাজতে । আদালত তাকে সিবিআই-এর হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি । গণধর্ষণ কাণ্ডের অন্যতম প্রধান আসামি শাহজাহানের ডান হাত শিবু হাজরা এখন জেলে । এদিকে বর্তমানে রাজ্য সফরে রয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী । উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে আজ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা রয়েছে । এই সুযোগে মহিলাদের গণধর্ষণের আসামিদের যথাযথ শাস্তি এবং নিজের নিজের ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন সন্দেশখালীর মহিলারা ।
সংবাদ সংস্থা এএনআই-এর সাথে কথা বলার সময় জনৈক এক মহিলা বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছেই যাচ্ছি। আমরা শান্তি চাই । নিজের ভোট নিজে দিতে চাই । আমাদের তো ভোট দিতেই দেয় না । তাই নিজের ভোট যাতে নিজেরা দিতে পারি সেই আবেদন জানাতে আমরা প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছি । আমাদের মা বোনেদের যেভানে সম্ভ্রমহানী করেছে, তা হওয়া উচিত ছিল না ৷’
অন্য এক মহিলা বলেন,’দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের নিজেদের ভোট আমরা নিজেরা দিতে পারিনি । এতদিন শাহজাহান ও শিবু হাজরার লোকেরা আমাদের ভোট দিতে দেয়নি । ভোট দিতে গেলে বলতো ভোট হয়ে গেছে বাড়ি চলে যাও । সেই কারণে প্রধানমন্ত্রী কাছে আমরা যাচ্ছি যাতে আমরা নিজেদের ভোট নিজেরা দিতে পারি । যাতে শান্তিতে বসবাস করতে পারি সেই আবেদন জানাতে যাচ্ছি । আমাদের রাস্তা নাই, খাওয়ার জল নাই কল নাই, অনেক দূর থেকে আমাদের পানীয় জল আনতে হয়, এসব কথাগুলি আমরা প্রধানমন্ত্রীকে বলব ।’
বারাসাতে জনসভার আগে আজ সকালে কলকাতায় কলকাতায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী । সর্বপ্রথমে তিনি মেট্রো প্রকল্পের সূচনা করেন । মাটির প্রায় ২৮ মিটার নীচে ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্ল্যাটফর্মে মেট্রো প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন প্রধানমন্ত্রীর হাত দিয়ে হয় । প্রধানমন্ত্রীর উদ্বোধন করা মেট্রোর রুট গুলি হল এসপ্লানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৪.৮ কিলোমিটার, নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫.৪ কিলোমিটার এবং জোকা-তারাতলা মেট্রোপথের মাঝেরহাট পর্যন্ত ১.২৫ কিলোমিটার । উদ্বোধনের পর একঝাঁক পড়ুয়ার সঙ্গে গঙ্গার নীচ দিয়ে মেট্রোরেলে সফর করেন নরেন্দ্র মোদী ।।