এইদিন ওয়েবডেস্ক,পশ্চিম মেদিনীপুর,০৫ জানুয়ারী : নিখোঁজ হওয়ার পর প্রায় ৭২ ঘন্টা কেটে গেলেও কিশোরীকে উদ্ধার করতে পারেনি পুলিশ । কোন ছেলের সাথে পালিয়েছে তা পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ । শেষে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে আন্দোলনে নামলেন পশ্চিম মেদিনীপুরের দাঁতন-২ ব্লকের সাউরি এলাকার মহিলারা । মঙ্গলবার বেলদা থানার অন্তর্গত জোড়াগেড়িয়া ফাঁড়ির সামনে প্লাকেট হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন বেশ কিছু মহিলা । শেষে পুলিশ আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়৷ ।
জানা গেছে,নিখোঁজ নাবালিকার বাড়ি ঘাটাল এলাকায় । চলতি মাসের ২ তারিখে সে বেলদা থানার সাউরি এলাকায় মামার বাড়িতে বেড়াতে এসেছিল । তারপর সে নিখোঁজ হয়ে যায় ।অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে বেলদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে নিখোঁজ কিশোরীর পরিবার । পাশাপাশি ওই নাবালিকার নিখোঁজের পিছনে কোন ছেলের হাত রয়েছে বলে পুলিশের কাছে পরিবারের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশও করা হয় ।
দেখুন ভিডিও :
নিখোঁজ কিশোরীর পরিবারের অভিযোগ, ছেলেটির নাম ঠিকানা দেওয়া সত্ত্বেও পুলিশ কোনও সহযোগিতাই করছে না । এই অভিযোগ তুলে এদিন জোড়াগেড়িয়া পুলিশ ফাঁড়ির সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান বেশ কিছু মহিলা । পরে পুলিশ প্রশাসনের তরফ থেকে আশ্বাসে পেয়ে তাঁরস আন্দোলন তুলে নেন ।
নিখোঁজ নাবালিকার মা বলেন, ‘পুলিশ আমাদের আশ্বাস দিয়েছে খুব তাড়াতাড়ি দোষীদেরকে গ্রেফতার করা হবে । যে ছেলেটি আমার নাবালিকা মেয়েটিকে নিয়ে গিয়েছে বলে সন্দেহ ইতিমধ্যে তার মা কে আটক করেছে পুলিশ । তবে আমার মেয়েকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত যুবককে যদি গ্রেফতার করা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব ।’।