এইদিন ওয়েবডেস্ক,বেইজিং,২৩ অক্টোবর : চীনের কমিউনিস্ট পার্টির স্থায়ী কমিটির নির্বাচনে ঠাঁই হয়নি মহিলাদের । চীনের কমিউনিস্ট পার্টি তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট শি জিনপিংকে তার নেতা নির্বাচিত করেছে । পার্টির ৭ সদস্যের স্থায়ী কমিটির নির্বাচন হয়েছে রবিবার(২৩ অক্টোবর ২০২২) । কিন্তু কমিটি মহিলা বর্জিত । পার্টির নতুন কমিটির সদস্যরা হলেন, শি জিনপিং, লি কিয়াং, ঝাও লেজি, ওয়াং হুনিং, লি শি, ডিং জিওং এবং শি কে । এই কমিটি মিলেই ভবিষ্যতে চীনের উন্নয়নের গতিপথ নির্ধারণ করবে । চীনা কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে শি জিনপিংকে নিযুক্ত করায় পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশ অভিনন্দন জানিয়েছে । মাও সেতুং-এর পর চীনের সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে নিজের অবস্থান প্রতিষ্ঠা করেছেন শি জিনপিংয় ।
কিন্তু নতুন কমিটিতে মহিলাদের জায়গা না দেওয়ায় সমালোচনার মুখে পড়েছে চীনের কমিউনিস্ট পার্টি । চীনা কমিউনিস্ট পার্টির এই সিদ্ধান্তের কথা উল্লেখ না করেই জাতিসংঘের মহাসচিব বলেছেন, শান্তি আলোচনায় নারীদের নেতৃত্ব ও অংশগ্রহণ কমে যাচ্ছে এবং নারীর সমান অংশগ্রহণেই শান্তি অর্জিত হতে পারে ।।