এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,১৬ জুন : বাইকটি চালাচ্ছিলেন এক পুরুষ । পিছনে এক মহিলা বসেছিলেন । সেই সময় পিছন থেকে একটি লরি এসে বাইকটিকে সজোরে ধাক্কা দেয় । বাইক আরোহী মহিলা লরির চাকার তলার পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান । বরাত জোরে প্রাণ বাঁচলেও গুরুতর জখম হন চালক । বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার দুবরাজপুর-পানাগড় রাজ্য সড়ক পথে । খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধারের পাশাপাশি আহত বাইক চালককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় । তবে প্রতিবেদন লেখা পর্যন্ত দুই বাইক আরোহীর নাম ঠিকানা জানা যায়নি ।
স্থানীয় সুত্রে খবর, এদিন সকালে পিছনে এক মহিলাকে নিয়ে দুবরাজপুর-পানাগড় রোড ধরে বাইক চালিয়ে যাচ্ছিলে এক ব্যক্তি । সেই সময় একই দিকে যাচ্ছিল একটি লরি । লরিটি বেপরোয়া গতিতে এসে বাইকটির পিছনে সজোরে ধাক্কা দেয় । দুই বাইক চালক রাস্তার পাশে ছিটকে পড়লে তাঁর প্রাণ বেঁচে যায় । কিন্তু বাইকের পিছনে বসে থাকা মহিলা লরির চাকার তলায় এসে পড়েন । ফলে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । এদিকে দুর্ঘটনার পর চম্পট দেয় লরিটি । পুলিশ জানিয়েছে, ঘাতক লরিটি ও তার চালকের সন্ধান চালানো হচ্ছে । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ।।