এইদিন ওয়েবডেস্ক,খড়িবাড়ি,২৬ নভেম্বর : হাতির হামলায় মৃত্যু হল বছর ত্রিশের এক মহিলার । বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লকের বাসন্তী গ্রামে । মৃতের নাম সরস্বতী সরকার । তাঁর বাড়ি বাসন্তী গ্রামের আন্ধারু জোটে এলাকায় । রাতেই তাঁকে উদ্ধার করে বাসন্তী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এরপরেই মৃতার পরিবার পরিজন চিকিৎসার গাফেলতির অভিযোগ তুলে হাসপাতালে ব্যাপক ভাঙচুর করে বলে অভিযোগ । ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে । খবর পেয়ে পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । হাসপাতালে ভাঙচুরের অভিযোগে পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে ।
স্থানীয় সুত্রে জানা গেছে,বৃহস্পতিবার রাতে হাতির একটি দল গ্রামে ঢুকে কার্যত তান্ডব চালায় । একটি হাতি সরস্বতীদেবীর বাড়িতে আচমকা ঢুকে পড়ে । হাতিটি তাঁকে কার্যত পায়ে পিষে দেয় । এরপর স্থানীয় লোকজনের তাড়া খেয়ে হাতির দল পালিয়ে গেলে সরস্বতীদেবীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । যদিও মৃতের পরিবারের দাবি হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও কিছুক্ষণ বেঁচে ছিলেন সরস্বতীদেবী ।।