এইদিন ওয়েবডেস্ক,হায়দরাবাদ,৩০ অক্টোবর : হায়দরাবাদের বানজারা হিলস এলাকায় মোমো খেয়ে মারা গেছেন ৩৩ বছর বয়সী এক মহিলা রেশমা বেগম। একই সঙ্গে গুরুতর অবস্থায় ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনা খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। স্বামী পরিত্যক্তা রেশমা বেগম দুই মেয়েকে নিয়ে একা থাকতেন, শুক্রবার তার ১২ এবং ১৪ বছরের মেয়েকে সাথে নিয়ে বানজারা হিলস এলাকার খয়রাতাবাদের এক রাস্তার বিক্রেতার কাছ থেকে মোমো কিনেছিলেন। মোমো খাওয়ার পরপরই রেশমা ও তার মেয়েদের প্রচণ্ড পেটে ব্যথা, আমাশয় এবং বমির উপসর্গ শুরু হয় । মেয়েদের অবস্থা কিছুটা স্থিতিশীল থাকলেও তাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে। দুর্ভাগ্যক্রমে, রবিবার সকালে রেশমা বেগমের অবস্থার অবনতি হলে তিনি চিকিৎসা শুরুর আগেই মারা যান।
রেশমার মৃত্যুর পর তার পরিবার স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। বানজারা হিলস থানার উপ-পরিদর্শক রাম বাবু জানিয়েছেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে জানা গেছে যে মহিলা এবং অন্য ভুক্তভোগীরা একই রাস্তার বিক্রেতার কাছ থেকে মোমো খেয়েছিল । এর ফলে বিভিন্ন স্থানে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন আরও ১৫ জন। পুলিশের তদন্তে জানা যায়, ওই মোমো বিক্রেতা কোনো ধরনের ফুড সেফটি লাইসেন্স ছাড়াই বিক্রি করছেন । এছাড়াও, অস্বাস্থ্যকর পরিস্থিতিতে খাবার তৈরি করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, মোমো তৈরিতে ব্যবহৃত ময়দা কোনও প্যাকিং ছাড়াই একটি ভাঙা ফ্রিজে রাখা হয়েছিল। এটি স্যানিটারি অবস্থাকে প্রশ্নবিদ্ধ করে তোলে। হায়দরাবাদ মেট্রোপলিটন কর্পোরেশনের খাদ্য নিরাপত্তা বিভাগও এ ব্যাপারে হস্তক্ষেপ করেছে। খাদ্য বিক্রেতাদের নমুনা পরীক্ষাগারে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্তের পর দুজনকে গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়।।