এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগণা,২২ জানুয়ারী : দক্ষিণ ২৪ পরগণা জেলার জয়নগরের বকুলতলা থানা এলাকায় এক মহিলাকে কুপিয়ে ও মাথা থেঁতলে নৃশংসভাবে খুনের ঘটনা ঘটেছে । মঙ্গলবার গভীর রাতে মায়াহউরি পঞ্চায়েতের আনন্দপুর রথতলা এলাকায় ফাঁকা ধানক্ষেতের ধারে ইটের রাস্তায় এক মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এক টোটো চালক। এরপর তিনি স্থানীয় বাসিন্দাদের ডাকেন। লাল সালোয়ার কামিজ পরা মহিলাকে তখনও জীবিত রক্তাক্ত অবস্থায় কাতরাতে দেখা যায় । তার মাথার বাম দিক কার্যত ছিন্নভিন্ন ছিল । পরে খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান ঘটনাস্থলে আসে এবং তার কাছ থেকে খবর পেয়ে আসে বকুলতলা থানার পুলিশ । পুলিশ মহিলাকে উদ্ধার করে নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।
প্রত্যক্ষদর্শীরা জানান মহিলার শরীরে অস্ত্রের কোপ ছিল। বিশেষ করে মহিলার বাম দিকের কানের উপর মাথা থেতলানো অবস্থায় ছিল। বেশ কয়েকটি দাঁত ভেঙে গিয়েছিল বলেও দাবি প্রত্যক্ষদর্শীদের। ক্ষতস্থান থেক্স প্রচুর রক্তক্ষরণের জেরে তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে মৃতার পরিচয় জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। কে কিভাবে মহিলাকে ওই জায়গায় এনে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে খুন করল খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ । আজ বুধবার মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এলাকায় নজরদারি চালাচ্ছে কুলতলী থানার পুলিশ ।।