এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,২০ জুলাই : তিন বছরের ছেলেকে খুনের জন্য ভাড়াটে খুনির সন্ধান করতে গিয়ে গ্রেফতার হলেন এক মার্কিন মহিলা । একটি ওয়েবসাইটে এজন্য তিনি ছেলের ছবি ও ঠিকানা সহ বিজ্ঞাপন দিয়েছিলেন । শেষে ওয়েবসাইট কর্তৃপক্ষের তৎপরতায় প্রাণে বেঁচে যায় ওই শিশুটি ।
গত সপ্তাহের শেষের দিকে ওই ওয়েবসাইটে ছেলেকে হত্যার জন্য ভাড়াটে খুনির সন্ধান চেয়ে বিজ্ঞাপন দিয়েছিলেন ওই মহিলা । ওয়েবসাইট অপারেটররা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয় । পুলিশ ওয়েবসাইট অপারেটরদের কাছে মহিলার কম্পিউটারের আইপি ঠিকানা চায় । সেই সূত্র ধরে মহিলার হদিশ করে পুলিশ । এরপর পুলিশ ভাড়াটে খুনি সেজে মহিলার সঙ্গে যোগাযোগ করে । শিশুটিকে খুনের জন্য ৩,০০০ ডলার বা ভারতীয় মূদ্রায় ২,৪০,০০০ টাকায় রফা হয় । এতে পুলিশ মহিলার অপরাধমূলক প্রচেষ্টার বিষয়টি নিশ্চিত করে এবং বাড়ি থেকে মহিলাকে গ্রেফতার করে । ধৃত মহিলার বিরুদ্ধে খুনের চেষ্টা,ষড়যন্ত্র সহ বিভিন্ন ধারায় মামলা রজু করা হয়েছে । মহিলাকে ১৫,০০০ ডলার বা ১২,০০,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে মুক্তি দিয়েছে আদলত । পাশাপাশি শিশুটিকে মহিলার কাছ থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে । বর্তমানে শিশুটি আত্মীয়দের নিরাপদ আশ্রয়ে আছে । তবে কেন নিজের ছেলেকে হত্যার চেষ্টা করলেন ওই মহিলা সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি ।।