এইদিন ওয়েবডেস্ক,রাঁচি,১৫ নভেম্বর : আজ বুধবার ঝাড়খণ্ডের রাঁচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় বড় ধরনের ত্রুটি লক্ষ্য করা গেছে । এক মহিলা আচমকা প্রধানমন্ত্রীর গাড়ির সামনে ঝাঁপ দিয়ে দেয় । গাড়ির চালক সজোরে ব্রেক কষে কোনো রকমে দূর্ঘটনা এড়ায় । ঘটনাটি ঘটেছে রাঁচির কোতয়ালী থানা ও লালপুর থানা এলাকায় । তবে কি উদ্দেশ্যে ওই মহিলা প্রধানমন্ত্রীর গাড়ির সামনে ঝাঁপ দিল তা স্পষ্ট নয় । মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।
জানা গেছে,আজ আদিবাসী গৌরব দিবস উপলক্ষে ঝাড়খণ্ডে এসেছিলেন প্রধানমন্ত্রী মোদী । মঙ্গলবার রাতে রাঁচিতে রোড শোও করেন তিনি । এদিন এসএসপির বাসভবনের সামনে রেডিয়াম রোডে প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর গাড়িবহর যাওয়ার সময় রাস্তার পাশে বেশকিছু লোকজন প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিলেন । তাদের মাঝেই ছিল ওই মহিলা । প্রধানমন্ত্রীর গাড়িটি মহিলার কাছাকাছি এলে তিনি আচমকা প্রধানমন্ত্রীর গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়েন । সঙ্গে সঙ্গে কাছে থাকা নিরাপত্তাকর্মীরা তাকে ধরে ফেলে । এরপর প্রধানমন্ত্রীর গাড়িবহর এগিয়ে যায়। বলা হচ্ছে যে মহিলার কিছু ঘরোয়া সমস্যা রয়েছে এবং তিনি তার সম্পর্কে প্রধানমন্ত্রী মোদিকে বলতে চেয়েছিলেন।
এর আগে তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় একটি বিব্রতকর ঘটনা ঘটেছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন মঞ্চ থেকে সভাতে ভাষণ দিচ্ছিলেন, তখন হঠাৎ করেই সভাস্থলে আলো জ্বালানোর খুঁটিতে উঠে পড়েন এক তরুণী। আলোর খুঁটিতে উঠতে মেয়েটিকে দেখে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । প্রধানমন্ত্রী তরুনীকে খুঁটি থেকে নিচে নেমে আসার অনুরোধ করেন । তরুণী শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর কথা মেনে নেন এবং বিদ্যুতের খুঁটি থেকে নেমে যান । এই ঘটনার পর এদিন রাঁচিতে ওই অপ্রীতিকর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে । এতে কিছু পুলিশ কর্মকর্তার চাকরিতে প্রভাব পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে ।।