দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০৬ মে : এক রেলযাত্রীর হাত থেকে ৪ লক্ষ টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে পালিয়েছিল কয়েকজন দুষ্কৃতী ।শুক্রবার বিকেল সাড়ে তিনটে নাগাদ পূর্ব বর্ধমানের আউশগ্রামের বনপাশ রেলস্টেশনের এই ঘটনার তিন ঘন্টার মধ্যেই দুই দুষ্কৃতীকে পাকড়াও করল আউশগ্রাম থানার পুলিশ । উদ্ধার হয়েছে ৩ লক্ষ টাকা । ছিনতাই হওয়া বাকি টাকা উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িত অনান্য দুষ্কৃতীদের সন্ধান চালাচ্ছে পুলিশ ।
জানা গেছে,দিবাকর মিশ্র নামে ব্যারাকপুরের বাসিন্দা এক ব্যবসায়ী তার স্ত্রী, মেয়ে ও ছেলেকে নিয়ে এদিন তারাপিঠ থেকে আউশগ্রামের বনপাশ স্টেশন আসেন ।
দিবাকরবাবুর হাতে একটি ব্যাগের মধ্যে ৪ লক্ষ টাকা রাখা ছিল । দিবাকরবাবু বলেন, ‘মেয়ের বিয়ের খরচের টাকা ওটা । আমার স্ত্রী মানত করেছিলেন মেয়ের বিয়ের আগে ওই টাকা আগে মা তারার চরণ স্পর্শ করাবেন । তারপর বিয়ের অনুষ্ঠান শুরু করা হবে । তাই তারাপীঠ গিয়েছিলাম । ব্যারাকপুরে যাওয়ার ডাইরেক্ট ট্রেন পাবো বলে ফিরতি পথে আমরা আউশগ্রামের বনপাশ স্টেশনে এসে নামি ।’
জানা গেছে,বনপাশ স্টেশনে আসার পর ছেলে শুভানন্দকে সঙ্গে নিয়ে শৌচকর্ম করতে গিয়েছিলেন দিবাকরবাবু । তখন প্লাটফর্মে দাঁড়িয়েছিলেন তার স্ত্রী সন্ধ্যাদেবী ও মেয়ে সরস্বতী । টাকার ব্যাগটা দিবাকরবাবুর হাতেই ছিল । সেসময় দুই ছিনতাইবাজ দিবাকরবাবুর হাত থেকে টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয় । কিছুটা দুরেই বাইক নিয়ে অপেক্ষা করছিল অপর এক দুষ্কৃতী । দুই ছিনতাইবাজ সোজা বাইকে গিয়ে বসে । তারপর বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ।
জানা গেছে,এদিকে কালবিলম্ব না করে গুসকরা ফাঁড়ির দ্বারস্থ হন দিবাকর মিশ্র । অভিযোগ পেতেই আউশগ্রাম থানা এলাকাসহ আশপাশের থানা এলাকায় নাকাচেকিং শুরু করে পুলিশ । শেষে আউশগ্রাম ও বর্ধমান সীমান্ত এলাকায় একটি মোটরসাইকেল আটকে তল্লাশি চালাতেই ছিনতাই হওয়া ৩ লক্ষ টাকা উদ্ধার হয় । গ্রেফতার করা হয় দুই দুষ্কৃতীকে ।।