এইদিন ওয়েব ডেস্ক,ভাতার,১৫ নভেম্বর ঃ ছিনতাই হওয়ার এক সপ্তাহের মধ্যে সুইফট ডিজায়ার্স গাড়ি উদ্ধার করল ভাতার থানার পুলিশ ৷ সিসিটিভির ফুটেজের সুত্র ধরে তদন্তে নেমে শনিবার রাতে পশ্চিম বর্ধমান জেলার রাণিগঞ্জ থানার রনাই মহল্লা এলাকায় একটি খামার থেকে ওই গাড়িটি উদ্ধার করা হয়েছে । এই ঘটনার সঙ্গে যুক্ত আরও তিনজনকে চিহ্নিত করা হয়েছে বলে জানা গেছে ।পুলিশ তাদের সন্ধানে চালাচ্ছে ।
গাড়ি ছিনতাইয়ের ঘটনাটি ঘটে গত ৮ নভেম্বর । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন ভোরে ভাতারের আমবোনার কাছে-২ বি জাতীয় সড়কে চালক খুরশিদ আহমেদকে পেটানোর পর হাত-পা বেঁধে মাঝ মাঠে ধান জমিতে ফেলে রেখে তাঁর সুইফট ডিজায়ার গাড়িতি ছিনতাই করে পালায় তিন দুষ্কৃতি ।
গাড়ি মালিক খুরশিদের বাড়ি কলকাতার গার্ডেনরিচ এলাকায় । ওই তিন দুষ্কৃতি কলকাতার রানী রাসমনি রোড থেকে তাঁর গাড়িটি ভাড়া করে । যাত্রীরা জানায় তাঁরা আউশগ্রাম থানা এলাকার গোবিন্দপুর যাবে । গোবিন্দপুর আসার পর ফের তাঁরা শক্তিগড়ে যাওয়ার কথা বলে । তাঁদের কথামত শক্তিগড় যাওয়ার পথে গাড়ি চালক খুরশিদকে মারধর করে বেঁধে রেখে তাঁর গাড়িটি ছিনতাই করে ওই তিন যুবক। এরপর গাড়ি মালিক ভাতার থানায় অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্তে নামে পুলিশ । তারপর সিসিটিভি ফুটেজের সুত্র ধরে ছিনতাই হওয়ার দু’দিনের মাথায় পুলিশ কলকাতার মেটিয়াবুরুজ এলাকার বাসিন্দা সঞ্জয় সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে । ধৃতকে আদালতে তোলার পর পুলিশ ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে নেয় । তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে ছিনতাই হওয়া গাড়ির সন্ধান পায় পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ছিনতাই করার পর তারা ওই গাড়িটি নিয়ে বাঁকুড়ার রাজবাঁধ হয়ে বরজোড়া যায়।সেখান থেকে গঙ্গাজলঘাঁটি হয়ে রাণিগঞ্জে গিয়ে রনাই মহল্লা এলাকায় কয়েকটি গাড়ির মাঝে ছিনতাই হওয়া গাড়িটি রেখে দিয়েছিল । পাশাপাশি ধৃত সঞ্জয়কে পুলিশি জেরায় জানিয়েছে, খুরশিদের সঙ্গে তাঁর ব্যবসায়িক ঝামেলা চলছিল । তার জেরেই এই ঘটনা ঘটানোর জন্য সে তিন দুস্কৃতীকে ভাড়া করে । পুলিশ জানিয়েছে, ওই তিন দুষ্কৃতির সন্ধান চালানো হচ্ছে ।।