এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,৩০ ডিসেম্বর : ‘গাজওয়াতুল হিন্দ’ বা ভারতকে মুসলিম রাষ্ট্র গঠনের ইচ্ছা যে নিছক কথার কথা নয়,এটা যে ভারতে বসবাসকারী মৌলবীদের সুপ্ত বাসনা, তা ফের একবার প্রকাশ্যে চলে এল । বিশেষ করে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ কিছুতেই মেনে নিতে পারছে না ভারতের মুসলিম সমাজের একাংশের মানুষ । তারই প্রতিফলন দেখা গেল অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা সাজিদ রশিদির কথায় ।
টাইমস নাউ নবভারতের সাথে কথা বলার সময় এনিয়ে রীতিমতো হুঁশিয়ারি দিতে শোনা গেল তাঁকে । রশিদি বলেছেন,’আজ থেকে ৫০ বা ১০০ বছর পর ভারতে মুসলিম শাসক এলে অযোধ্যায় রাম মন্দির ভেঙে মসজিদ তৈরি করা যাবে । মুসলমানদের আগামী প্রজন্ম এ নিয়ে চুপ করে থাকবে না ।’ তিনি আরও বলেন,’আজ মুসলিম সমাজ নীরব । আমার বংশধর… আমার ছেলে, তার ছেলে, তার নাতি, ৫০ থেকে ১০০ বছর পর তারা এটাই জানবে যে আমাদের মসজিদ ভেঙে মন্দির বানানো হয়েছিল । তখন মুসলিম শাসক হতে পারে । মুসলিম বিচারক বা মুসলিম শাসন আনার জন্য পরিবর্তন হবে কি না কিছুই বলা যাচ্ছে না… তাহলে কি তখন এই মন্দির ভেঙে মসজিদ তৈরি হবে না ? অবশ্যই তৈরি করা হবে । ইতিহাসে এটাই লেখা হবে যে ১৯৯২ সালে বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল । তৎকালীন প্রধানমন্ত্রী গিয়ে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন,যা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী ছিল ।’ যদিও রাম মন্দির নিয়ে সুপ্রীম কোর্টের রায়ের বিষয়টি তিনি উহ্য রেখে দেন ।
ওপি ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে,শুধু মাওলানা সাজিদ রশিদিই নয়,এক প্রকার সুপ্ত বাসনা রয়েছে ভারতের বহু মুসলিম নেতা ও ধর্মগুরুদের মধ্যে । এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বারবার স্মরণ করিয়ে দেন যে ‘বাবরি মসজিদ অযোধ্যায় ছিল, আছে এবং থাকবে । ইশাআল্লাহ ।’ এমনকি তাঁকে বলতে শোনা গেছে যে মুসলমানরা তাদের উত্তরসূরিদের বলবে বাবরি মসজিদটি শহীদ হওয়ার পরে সেখানে মন্দিরটি নির্মিত হয়েছিল ।’ ২০২২ সালের ৬ ডিসেম্বর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) ছাত্র নেতা মহম্মদ ফরিদ এটিকে ‘কালো দিবস’ হিসেবে উদযাপন করে একটি পদযাত্রাও করেছিল । মিছিলে তারা শ্লোগান দিয়েছিল,’বাবরি মসজিদ এখনো বেঁচে আছে’। মসজিদ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ ।’
প্রসঙ্গত,ইসলাম সমাজ মনে করে ‘গাজওয়াতুল হিন্দ’ এর ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তাদের সর্বশেষ নবি । তাঁর ভবিষ্যৎবাণী অনুযায়ী ভারতীয় উপমহাদেশে মুসলিম ও অমুসলিমদের মধ্যে একটি যুদ্ধ হবে । আর সেই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে । তারপর মুসলিম রাষ্ট্র হবে ভারত ।।