এইদিন ওয়েবডেস্ক, লালমনিরহাট(বাংলাদেশ) ,১৩ সেপ্টেম্বর : বাড়িতে রয়েছে দুই স্ত্রী ও অর্ধডজন সন্তান । তার পরেও ১৩ বছরের এক হিন্দু কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে তাকে নিয়ে পালানোর অভিযোগ উঠল মধ্য বয়স্ক এক মুসলিম ব্যক্তির বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বাংলাদেশের লালমনিরহাট (Lalmonirhat) জেলার কালীগঞ্জ (Kaliganj) উপজেলার বোলারহাট (Bolarhat) গ্রামে । এনিয়ে মেয়েটির পরিবার স্থানীয় থানায় অপহরণ ও ধর্ষণের মামলা রজু করলে পুলিশ কিশোরীকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত মোহাম্মদ দুলাল মিয়া(Muhammad Dulal Miyan)কে গ্রেফতার করেছে । এই ঘটনায় অভিযুক্ত আরও ২ জন ব্যক্তি । তারা বহাল তবিয়তে এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতারের কোনো উৎসাহ দেখাচ্ছে না বলে অভিযোগ । বাকি অভিযুক্তদের গ্রেফতারের পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন ।
জানা গেছে,বোলারহাট গ্রামের বাসিন্দা ওই কিশোরী স্থানীয় নিথক ছায়েদুল হক পাবলিক দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী । একই গ্রামে বাড়ি মোহাম্মদ দুলাল মিয়ার । দুলাল মিয়ার দুটি বিয়ে । দুই স্ত্রী মিলে তার প্রায় ৬ টি সন্তান রয়েছে । প্রথমে ফেসবুক ও অনান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই কিশোরীর সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে দুলাল মিয়া । এরপর মেয়েটিকে সে প্রেমের ফাঁদে ফেলে ।
জানা গেছে,গত ৩ সেপ্টেম্বর রবিবার ওই ছাত্রীর স্কুলে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল । শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়া ছাড়াও প্রচুর স্থানীয় মানুষ ক্রীড়া প্রতিযোগিতা দেখতে এসেছিল । সেই সুযোগে মোহাম্মদ দুলাল মিয়া স্কুলে গিয়ে ওই কিশোরীকে ফুসলিয়ে স্কুল থেকে নিয়ে গিয়ে রঙপুরের একটা গোপন ঠিকানায় ওঠে ।
এদিকে দীর্ঘক্ষণ কিশোরী বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন । পরে তারা জানতে পারে যে মোহাম্মদ দুলাল মিয়া তাদের মেয়েকে ফুসলিয়ে নিয়ে গেছে । এরপর কিশোরীর পরিবার থানায় মোহাম্মদ দুলাল মিয়াসহ ৩ জনের বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা দায়ের করে । পরের দিন ভোর ৩ টে নাগাদ ওই কিশোরীকে রঙপুর থেকে উদ্ধার করে পুলিশ । সেখান থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্ত মোহাম্মদ দুলাল মিয়াকে । কিশোরীর মায়ের অভিযোগ,তার মেয়েকে মুসলিম ধর্মান্তরিত করার জন্য মেয়ের গলায় থাকা তুলসির মালাটি ছিঁড়ে ফেলে দিয়েছিল দুলাল মিয়া । তিনি দুলাল মিয়ার কঠোর শাস্তির পাশাপাশি বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ।।