এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৫ নভেম্বর : ‘কোন শরীয়তের অনুমতি নিয়ে মেয়েদের শিক্ষা বন্ধ করেছেন ?’ তালিবানদের উদ্দেশ্যে এমনই প্রশ্ন তুলেছেন আফগানিস্তানের জাহেদানের সুন্নি ধর্মগুরু মৌলভি আব্দুল হামিদ ইসমাইল জাহি । শুক্রবার জুমার নামাজের খুতবায় তিনি তালিবানকে উদ্দেশ্য করে বলেন,’কোন শরীয়তের অনুমতি নিয়ে তারা মেয়েদের শিক্ষা বন্ধ করেছে ? আমাকে বলুন, কোন ধর্ম ও শরীয়া আইনে নারীদের শিক্ষা লাভে বাধা দিয়েছে ? এটা সংকীর্ণ মানসিকতার লোকদের মতামত ।’ তিনি আরও বলেন,’মহিলারাও মেধাবী এবং তারা বিজ্ঞান শিখতে চায় ।’ সেই সঙ্গে তালিবানদের অনুরোধ করেন তারা যেন অবিলম্বে মেয়েদের জন্য বিশ্ববিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় খুলে দেয় ।
উল্লেখ্য,মৌলভি আব্দুল হামিদ জাহেদানের একজন প্রভাবশালী ইরানী ধর্মগুরু এবং তালিবানের কট্টর সমর্থক বলে পরিচিত । তিনি পূর্বে তালিবান শাসনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে জোর সওয়াল করেছিলেন । বর্তমানে নারী শিক্ষা বন্ধে তাঁকে তালিবানের সমালোচনা করতে দেখা যাচ্ছে ৷ শুক্রবার তিনি বলেছেন,’আমি বলেছিলাম আপনারা বদলে গেছেন, নারীদের সাথে আপনাদের আচরণের পরিবর্তন করতে হবে ।’ মৌলভি আবদুল হামিদ বলেছেন যে তালেবানের দায়িত্ব এবং আফগান নারী ও মেয়েদের পড়াশোনা করতে দেওয়া এবং এটা এই গোষ্ঠীর শরিয়া কর্তব্যের মধ্যে পড়ে ।।