এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৮ জুলাই : পুলিশকে সঙ্গে নিয়ে বেদখল হওয়া সরকারি জায়গা দখলমুক্ত করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া-১ ব্লক প্রশাসন । কাটোয়ার আকাইহাটের ওই সরকারি জায়গাটির একাংশে চালাঘর নির্মান করে একটি পরিবার দখল করে রেখেছিল বলে অভিযোগ । বৃহস্পতিবার বিডিও আসিফ ইকবালের নেতৃত্বে প্রশাসনিক প্রতিনিধিদল ও পুলিশবাহিনীকে সঙ্গে নিয়ে জায়গাটি দখলমুক্ত করতে গেলে ওই পরিবারের লোকজন বাধা দেয় । ফলে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায় । যদিও শেষ পর্যন্ত বিডিওর নির্দেশে চালাঘরটি ভেঙে গোটা জায়গাটি ঘিরে দেওয়া হয় ।
কাটোয়ার খাজুরডিহি অঞ্চলের আকাইহাটে পুরাতন কালনা-কাটোয়া রোডের ধারে রয়েছে প্রায় এক হাজার স্কোয়ার ফুট আয়তন বিশিষ্ট ওই সরকারি জায়গাটি ৷ পঞ্চায়েত ওই জায়গার উপর একটি মার্কেট কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে । প্রায় একবছর আগে টেন্ডারের কাজও সম্পূর্ণ হয়ে গেছে । প্রায় ১৩ লক্ষ টাকা ব্যায়ে ৬ টি দোকানঘর তৈরি হবে বলে পঞ্চায়েত সুত্রে খবর ।
জানা গেছে,গত বছর আগষ্ট মাসে ঠিকাদার সংস্থা মার্কেট কমপ্লেক্স নির্মাণের জন্য মাটি কাটার কাজ করতে গেলে জনৈক শ্যমসুন্দর রায়, নিত্যানন্দ রায়ের পরিবারের লোকজন বাধা দেয় । ফলে তখনকার মত বন্ধ হয়ে যায় নির্মানের কাজ । পরে তাঁরা ওই জায়গার উপর একটি চালাঘরও নির্মান করেন । এই বিষয়ে শ্যামসুন্দর রায়রা বলেন, ‘আমাদের জায়গায় ঠিক সামনেই রয়েছে ওই জায়গাটি । ওখানে মার্কেট তৈরি হলে আমাদের বাড়িতে যাতায়াতের সমস্যা হয়ে যাবে । তাই আমরা ওই জায়গার উপর মার্কেট নির্মানের বিরোধিতা করেছি ও এখনও করছি ।’
স্থানীয় সুত্রে খবর, এদিন ওই জায়গাটি দখলমুক্ত করতে যান কাটোয়া-১ বিডিও আসিফ ইকবাল । তাঁর সঙ্গে ছিলেন প্রশাসনের লোকজন ও পুলিশবাহিনী । তাঁরা বিডিওর নির্দেশে চালাঘরটি ভেঙে খুঁটি পোঁতার কাজ করতে গেলে শ্যমসুন্দর রায়, নিত্যানন্দ রায়ের পরিবারের লোকজন এসে বাধা দেন । এমনকি বাড়ির মহিলারাও বেড়িয়ে আসেন । শেষে পুলিশের হস্তক্ষেপে ওই সরকারি জায়গাটি খুঁটি দিয়ে ঘেরার কাজ সম্পন্ন হয় ।
বিডিও আসিফ ইকবাল বলেন, ‘খুব দ্রুত মার্কেট কমপ্লেক্স নির্মানের কাজ শুরু হয়ে যাবে । এরপর বাধা এলে পুলিশের সাহায্য নেওয়া হবে ।’ অন্যদিকে শ্যামসুন্দর রায়, নিত্যানন্দ রায়রা জানিয়েছেন,তাঁরা আদালতের দ্বারস্থ হবেন ।।