এইদিন ওয়েডেস্ক,লস অ্যাঞ্জেলেস,৩১ মার্চ : অস্কার মঞ্চে স্ত্রীকে নিয়ে রসিকতা সহ্য করতে না পেরে সঞ্চালক তথা কমেডিয়ান ক্রিস রককে সপাটে চড় কষিয়ে দিয়েছিলেন অভিনেতা উইল স্মিথ । অবশ্য নিজের এই আচরনের জন্য অনুতপ্ত উইল স্মিথ পরে ঘটনায় ক্ষমা চেয়ে এক বিবৃতিতে দিয়ে জানান, তার এই আচরণ অগ্রহযোগ্য ও অমার্জনীয় । কিন্তু তাঁর ক্ষমা চাওয়াতেও মল গলেনি অস্কার কমিটির ।
জানা গেছে, ক্রিস রককে চড় মারার পর ডলবি থিয়েটার থেকে বেরিয়ে যেতে বলা হয়েছিল উইল স্মিথকে । কিন্তু তিনি যাননি । অস্কার আয়োজক প্রতিষ্ঠান দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস জানিয়েছে,উইল স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াল শুরু হয়েছে ।
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে একাডেমির পক্ষ থেকে বলা হয়, ‘মিস্টার স্মিথকে অনুষ্ঠান মঞ্চ ছাড়তে বলা হয়েছিল । কিন্তু তিনি তা সেটি প্রত্যাখ্যান করেছেন । তবে আমরা স্বীকার করছি, পরিস্থিতি অন্যভাবে সামলানো উচিত ছিল ।’
এখন কি ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে উইল স্মিথকে ? জানা গেছে, ‘অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ বা হয়রানিমূলক আচরণ’-এর জন্য উইল স্মিথকে সাময়িক বহিষ্কার, সদস্যপদ বাতিল বা তাঁর বিরুদ্ধে যে কোনো প্রকার নিষেধাজ্ঞা আনা হতে পারে । এখন এনিয়ে আগামী ১৮ এপ্রিল একাডেমির বোর্ড সভা বসবে । সেখানেই অভিনেতা উইল স্মিথের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সেই বিষয়ে আলোচনা হবে ।।