এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,১৮ জানুয়ারী : ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে মার্কিন মুসলিমদের সন্ত্রাসীপ্রেমী ও কট্টরপন্থী মানসিকতা সামনে আসছে । এনিয়ে চরম ক্ষুব্ধ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের মধ্যেই ফের একবার দেশের কট্টরপন্থী মুসলিমদের হুঁশিয়ারি দিলেন তিনি । ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আপনি যদি আমেরিকাকে ঘৃণা করেন,আপনি যদি ইসরাইলকে বিলুপ্ত করতে চান,যদি জিহাদিদের সাথে সম্পর্ক রাখেন,তাহলে আমরা আপনাকে আমাদের দেশে চাই না এবং আমরা আপনাকে আমাদের দেশে প্রবেশ করতে দেওয়ার প্রস্তুতি নিচ্ছি না ।’
ট্রাম্প বলেছেন,’সমস্ত বিদেশী বাসিন্দা যারা জিহাদিপন্থী বিক্ষোভে যোগ দিয়েছিল, যা খুব হিংস্র হয়ে উঠেছিল এবং আমাদের রাজধানী এবং অন্যান্য অনেক জায়গা ধ্বংস করতে শুরু করেছিল, আমরা একটি অনুস্মারক রেখেছি যে ২০২৫ সালে আমরা আপনাকে খুঁজে বের করব এবং আপনাকে নির্বাসিত করব ।’ হামাসপ্রেমী মুসলিম পড়ুয়াদের উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা দ্রুত সব কলেজের ক্যাম্পাসে হামাস-প্রেমী ছাত্রদের ভিসা প্রত্যাহার করব যা কলেজগুলিতে আগে কখনও হয়নি।’
এদিকে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী বাছাই লড়াইয়ে নিউ হ্যাম্পশায়ারে দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ আগামী মঙ্গলবার। আইওয়া অঙ্গরাজ্যে বিপুল ভোটে জয়ের পর নিউ হ্যাম্পশায়ারে জিততে মরিয়া যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরইমধ্যে মনোনয়ন দৌড় থেকে দুই প্রতিদ্বন্দ্বী সরে যাওয়ায় ট্রাম্পের লড়াই এখন নিকি হ্যালি ও রনডি স্যান্ডিসের সঙ্গে। তীব্র শীত আর তুষার উপেক্ষা করে প্রচারণায় ব্যস্ত রিপাবলিকান প্রার্থীরা ।।