এইদিন ওয়েবডেস্ক,ব্যাংকক,০৩ এপ্রিল : অনৈতিকভাবে শেখ হাসিনাকে উৎখাত করার পর প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের নেতৃত্বে ব্যাপক ভারত বিদ্বেষমূলক প্রচার শুরু করেছিল বাংলাদেশের ইসলামিক জঙ্গি গোষ্ঠীগুলি । “ইন্ডিয়া আউট” ক্যাম্পেন শুরু করেছিল । ভারতের জাতীয় পতাকা এবং জাতীয় সংগীতের অবমাননা পর্যন্ত হচ্ছিল বাংলাদেশে । কিন্তু পদ্মা দিয়ে ইতিমধ্যে অনেক জল বেয়ে গেছে। পাকিস্তানকে নিজেদের অঘোষিত অভিভাবক মনে করা বাংলাদেশ এখন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাশাপাশি ব্যাপক আর্থিক সংকটের ধুঁকছে । এই পরিস্থিতিতে “ইন্ডিয়া আউট” স্লোগান কে লাটে তুলে দিয়ে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ার মরিয়া চেষ্টা করছে মহম্মদ ইউনুস ।
এই পরিস্থিতিতে বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের অর্থনৈতিক সহযোগিতা জোট বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ ব্যাংককের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
এবারের বিমসটেক সম্মেলন শুরু হয়েছে ২ এপ্রিল। শুক্রবার রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সম্মেলনের শীর্ষ বৈঠকে যোগ দেবেন ইউনূস। সম্মেলনে অংশ নিতে তিনি ৪ এপ্রিল পর্যন্ত থাইল্যান্ডে থাকবেন। বিমসটেকভুক্ত বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও তিনি অংশ নেবেন তিনি । কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি আপেই তার সঙ্গে বৈঠক করবেন কিনা তা স্পষ্ট নয় । সম্প্রতি চীন সফর করেছিলেন ইউনূস । তার আগে ভারতে আসার জন্য বহু চেষ্টা করেন । কিন্তু নয়াদিল্লি তার এই ইচ্ছাকে গুরুত্ব দেয়নি । চীনে গিয়েও উত্তর-পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার ইঙ্গিত দিয়ে ভাষণ দিয়েছিলেন ইউনুস । ফলে দুদেশের মধ্যে সম্পর্ক আরো তিক্ত হয়ে গেছে । এই অবস্থায় নরেন্দ্র মোদী আর সঙ্গে সাক্ষাৎ করবেন না বলেই মনে করা হচ্ছে । যদিও আশা ছাড়েনি বাংলাদেশ । সম্মেলনের ফাঁকে মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও বৈঠক হতে পারে বলে সরকারের তরফে আশা করা হচ্ছে বলে জানিয়েছে ইউনূসের দপ্তর । দপ্তরের পক্ষ থেকে খলিলুর রহমান বলেন, বাংলাদেশ ‘বাস্তবসম্মত উপায়ে’ আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নেওয়ার উদ্যোগ নেবে।।

