এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২৪ ডিসেম্বর : “চিকেন নেক” কে বিচ্ছিন্ন করে দিয়ে ভারতের উত্তর-পূর্বের ৭ রাজ্য “সেভেন সিস্টার্স” ও পশ্চিমবঙ্গ কেড়ে নিয়ে “গ্রেটার বাংলাদেশ” গড়ার স্বপ্ন দেখছিল সেদেশের ইসলামি চরমপন্থী গোষ্ঠীগুলি । বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের মুখেও “সেভেন সিস্টার্স”-এর কথা শোনা গিয়েছিল । ইউনূস ও তার পৃষ্ঠপোষক সন্ত্রাসী গোষ্ঠীগুলি “গ্রেটার বাংলাদেশ” গড়তে পাকিস্তান ও চীনের সাহায্য নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের নামারও কথা বলছিল । কিন্তু ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে কি, সেদেশে এখন চাল-এ টান পড়েছে । অগত্যা সেই ভারতই ভরসা । মহম্মদ ইউনূস এখন ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে । পাশাপাশি বাজারে আতপ চালের চাহিদা বাড়ায় অতিরিক্ত আতপ চাল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডঃ সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজারে চালের দাম ঊর্ধ্বমুখী। বিশেষ করে চীনের ব্যাপক চাল আমদানি বিশ্ববাজারে প্রভাব ফেলছে। চীন মূলত ভিয়েতনাম থেকে বড় পরিসরে চাল কিনছে, যার ফলে বৈশ্বিক বাজারে দামের চাপ তৈরি হয়েছে। তবে এসব প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ এবার ভারত থেকে যে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করবে, তার দাম গতবারের তুলনায় কিছুটা কম পাওয়া গেছে। এতে দেশের বাজারে কিছুটা স্বস্তি আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রসঙ্গত,সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ব্যাপক ভারত বিদ্বেষ বেড়ে গেছে । মূলত কুখ্যাত ইসলামি চরমপন্থী গোষ্ঠী জামাত ইসলামি এই পরিস্থিতি সৃষ্টি করেছে বলে মনে করা হচ্ছে । পাকিস্তানপ্রেমী বাংলাদেশের এই রাজাকার গোষ্ঠীর শাখা গোষ্ঠীগুলির জিহাদি যুবকরা লাগাতার ভারতের বিরুদ্ধে বিষ উগরে দিচ্ছে । “হাদি” নামে একজন জিহাদি যুবনেতার মৃত্যুর পর ভারতের কাঁধে দায় চাপিয়ে যুদ্ধের মত পরিস্থিতির সৃষ্টি করেছিল তারা । যদিও মৃত জিহাদির ভাই সংবাদমাধ্যমের কাছে জানিয়ে যে তার দাদার হত্যার ষড়যন্ত্রকারী আর কেউ নয়,বরঞ্চ মহম্মদ ইউনূস ।।

