দিব্যেন্দু রায়,পূর্ব বর্ধমান,১১ নভেম্বর : বুধবার বাঁকুড়া জেলার পাত্রসায়ের বিস্তীর্ণ এলাকার ধানজমি তথনচ করার পর পূর্ব বর্ধমানের আউশগ্রাম হয়ে ভাতারের মুখে আসতে শুরু করেছে বুনো হাতির দল । স্থানীয় সুত্রে খবর,বৃহস্পতিবার সকালে প্রথমে গলসির উচ্চগ্রামে ঢুকে পড়ে হাতির ওই দলটি । দলে ছোটবড় মিলিয়ে মোট ৪৯ টি হাতি রয়েছে । উচ্চগ্রাম থেকে দলটি ক্যানেল পেড়িয়ে ঢুকে পড়ে আউশগ্রামের সরগ্রাম ও অভিরামপুর অঞ্চলে । তথনচ করে দেয় মাঠের আধ পাকা ধান ।
জানা গেছে,গ্রামবাসীদের তাড়া খেয়ে হাতির দলটি দুটো ভাগে ভাগ হয়ে যায় । তারপর একটি দল যায় বর্ধমানের ভোতার দিকে । অন্য দলটি এন এইচ-২ সড়ক পথের পাশে আউশগ্রামের আলিগ্রামের ধান জমিতে নেমে তান্ডব চালাতে শুরু করে ।
আউশগ্রামে হাতির তান্ডবের ভিডিও দেখুন :
উল্লেখ্য,আলিগ্রাম এলাকাটি ভাতার ব্লকের একেবারে সীমানায় অবস্থিত । ফলে হাতির ওই দলটি ওড়গ্রামের জঙ্গলমহল হয়ে ভাতার এলাকায় ঢুকে পড়ার আশঙ্কার সৃষ্টি হয়েছে । এদিকে বনদপ্তর হুলা পার্টিকে,হাতি তাড়ানোর গাড়িকে খবর দিয়েছে । তবে অনান্য এলাকায় হাতির ওই দলটির তান্ডব দেখে আশঙ্কিত পূর্ব বর্ধমান জেলার ভাতারবাসী।।