এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২৭ জানুয়ারী : বাঁকুড়ার গ্রামে ফের তান্ডব চালালো বুনো হাতির দল । স্থানীয় সুত্রে জানা গেছে,বুধবার রাতে ১০-১২ টি হাতির একটি দল বিষ্ণুপুরের ঢেঙ্গাশোল গ্রামের সীমানায় আচমকা ঢুকে পড়ে । তছনছ করতে শুরু করে বিঘার পর বিঘা কৃষি জমি । আলু ও টম্যাটোসহ প্রচুর শব্জির প্রচুর জমি নষ্ট হয়ে যায় । বর্তমানে হাতির দলটি পাঞ্চেত ডিভিশন এলাকায় ঠেক নিয়েছে । ফলে চরম আতঙ্কের মধ্যে রয়েছে জঙ্গল লাগোয়া গ্রামগুলির বাসিন্দারা ।
স্থানীয় বাসিন্দা নাড়ু মিদ্যা, সুভাষ মাঝিরা বলেন,’হাতির দলটি আলু ও টম্যাটো জমিতে অবাধে দলিয়ে মাড়িয়ে চলে গেছে । যার জেরে ওই জমিগুলিতে আর কিছুই অবশিষ্ট নেই । সব ফসল নষ্ট হয়ে গেছে । এই পরিস্থিতিতে আমরা যদি সরকারি সহায়তা না পাই তাহলে পরিবার নিয়ে পথে বসতে হবে ।’
অন্যদিকে ক্ষতিগ্রস্থ চাষীদের ক্ষতিপূরণ পাওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন বিষ্ণুপুরের রেঞ্জার তপোব্রত রায় । তিনি বলেন,’ক্ষতিগ্রস্ত কৃষকরা সবাই সরকারী নিয়মানুযায়ী ক্ষতিপূরণ পাবেন ।’ সেই সঙ্গে তিনি বলেন, ‘হাতির দলটি এলাকায় ঢুকতে পারে বলে আমাদের কাছে আগাম খবর ছিল । তাই প্রাণহানীর ঘটনা এড়াতে তাই আগে থেকেই এনিয়ে এলাকায় মাইকে প্রচার করা হয়েছিল ।’।