এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,১৩ আগস্ট : ‘বুচার অফ কাশ্মীরি পণ্ডিত’ বিট্টা কারাতের(Bitta Karate) স্ত্রী এবং কুখ্যাত সন্ত্রাসবাদী সৈয়দ সালাহউদ্দিনের ছেলেকে চাকরি থেকে বহিষ্কার করলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা । জানা গেছে,বিট্টা কারাতের স্ত্রীর নাম আসাবাহ আরজুমান্দ খান( Assabah Arjumand Khan) । তিনি কাশ্মীর অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে (কেএএস) গ্রামীণ উন্নয়ন বিভাগের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি সন্ত্রাসবাদী সংগঠন জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ) এর সাহায্যকারী ছিলেন । যিনি নিজেকে বিট্টা কারাতের স্ত্রী হিসাবে গর্বিত বলে মনে করতেন ।
অন্যদিকে হিজবুল মুজাহিদিনের নেতা কুখ্যাত সন্ত্রাসবাদী সৈয়দ সালাহউদ্দিনের ছেলের নাম সৈয়দ আবদুল মুয়েদক(Syed Abdul Muedak) । তিনি জম্মু ও কাশ্মীর ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে (জেকেডিআই) ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন ।
এই দু’জন ছাড়াও কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে কর্মরত মুহেদ আহমেদ ভাট এবং কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাজিদ হুসেন কাদরিকেও বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে । এর আগেও কাশ্মীরে সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার কারণে সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করা হয়েছে । চলতি বছরের মার্চে চাকরিচ্যুত করা হয় ৫০ জন সরকারি কর্মচারীকে । এর মধ্যে রয়েছে কম্পিউটার অপারেটর,শিক্ষক ও পুলিশ কনস্টেবল প্রভৃতি । এদের সকলের বিরুদ্ধে সংবিধানের ৩১১ ধারায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে ।
উল্লেখ্য,জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের (জেকেএলএফ) সন্ত্রাসী বিট্টা কারাতেকে ‘কাশ্মীরি পণ্ডিতদের কসাই’ (Butcher of Kashmiri Pandits)’ বলা হয় । ক্যামেরার সামনে সে নিজে স্বীকার করেছিল ১৯৯০ সালে নিজের হাতে ২০ থেকে ৪০ জন কাশ্মীরি পণ্ডিতকে নৃশংসভাবে খুন করেছিল । বিখ্যাত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’-এও তাঁর বর্বরতা দেখানো হয়েছে । অন্যদিকে হিজবুল মুজাহিদিনের নেতা সৈয়দ সালাহউদ্দিনের নেতৃত্বাধীন হামলায় কাশ্মীরি হিন্দুদের পাশাপাশি বহু সেনা, পুলিশ ও আধাসামরিক বাহিনীর জওয়ানকে প্রাণ হারাতে হয়েছে । পাঞ্জাবের পাঠানকোট এয়ারবেস হামলার মূল পরিকল্পনাকারী ছিল সালাহউদ্দিন ।।
ছবি : সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া ।