এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,১৩ সেপ্টেম্বর : ওয়ারিশন সার্টিফিকেটের জন্য মাথা পিছু ৩০০ টাকা, ডিজিটাল জন্ম সার্টিফিকেটের জন্য মাথা পিছু ৪০০ থেকে ৫০০ টাকা নেওয়ার পাশাপাশি পঞ্চায়েত অফিস চত্বরে লাগানো ১০ টি বড় বড় ইউক্যালিপটাস গাছ প্রকাশ্য দিবালোকে কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের মোড়গ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান তানজেরা বিবি ও তার স্বামী ওয়াশেকুল ইসলামের বিরুদ্ধে । শুক্রবার সাংবাদিকরা পঞ্চায়েতে অফিসে গিয়ে এই সমস্ত অভিযোগের বিষয়ে প্রধানের প্রতিক্রিয়া নিতে গিয়েছিলেন । সেই সময় তারা দেখেন অফিসে প্রধান তানজেরা বিবি নেই । তার চেয়ারে খোশ মেজাজে বসে আছেন প্রধানের স্বামী ওয়াশেকুল ইসলাম । সাংবাদিকরা তাকে দুর্নীতি নিয়ে প্রশ্ন করতেই ওয়াশেকুল চেয়ার থেকে উঠে সরাসরি তাদের উপর হামলা চালিয়ে যায় । অশ্রাব্য ভাষায় গালিগালাজের পাশাপাশি সাংবাদিকদের ধাক্কাধাক্কি ও ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ ।
সেই হামলার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি লিখেছেন, ‘মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি মোরগ্রাম, গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির খবর সংগ্রহ করতে গিয়ে তৃণমূলের নেতার হাতে আক্রান্ত গণতন্ত্রের ‘চতুর্থ স্তম্ভ’ সংবাদমাধ্যম। তৃণমূলের কীর্তিমান নেতা আসেকুল ইসলাম। ওনার পরিচয় উনি প্রধানের স্বামী। সংবাদমাধ্যমের বন্ধুরা পঞ্চায়েত অফিসে দুর্নীতির খবর সংগ্রহ করতে গিয়ে দেখতে পান প্রধানের স্বামী উক্ত পঞ্চায়েতে প্রধানের চেয়ারে আগে থেকেই বসে আছেন। সাংবাদিকরা জিজ্ঞাসা করেন উনি কেন প্রধানের চেয়ারে বসে। ব্যস কীর্তিমান তৃণমূল নেতার তখন সাংবাদিকদের উপর খুব রাগ হয়, তিনি সাংবাদিকদের ওপর চড়াও হন। এ যেন সন্দেশখালির সেখ শাহজাহান। দুর্নীতির খবর করা যাবে না, করলে হয় নেতার হাতে মার খেতে হবে নইলে নেতার চ্যালাদের হাতে। পশ্চিমবঙ্গের এই দুষ্কৃতীরাজ শেষ হবে যেদিন পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা হবে। আমি পশ্চিমবঙ্গের সর্বস্তরের জনগণকে আশ্বস্ত করতে চাই এই দুর্নীতিগ্রস্ত, তোষণবাজ, দুষ্কৃতীদের সরকারের পতন অনিবার্য। শুধুমাত্র সময়ের অপেক্ষা।’
স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাগরদিঘির মোড়গ্রাম পঞ্চায়েতের প্রধান তানজেরা বিবি ও তার স্বামী ওয়াশেকুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ উঠছে । প্রধান তানজেরা বিবি ও তার স্বামী ওয়াশেকুল ইসলাম ওয়ারিশন সার্টিফিকেটের জন্য মাথা পিছু ৩০০ টাকা, ডিজিটাল জন্ম সার্টিফিকেটের জন্য মাথা পিছু ৪০০ থেকে ৫০০ টাকা করে নেন বলে অভিযোগ । শুধু তাইই, নয় পঞ্চায়েত ভবন চত্বরে থাকা ১০ টি দামি গাছ প্রকাশ্য দিবালোকে কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে ওয়াশেকুল ইসলামের বিরুদ্ধে ।
অভিযোগ যে বিগত পঞ্চায়েত ভোটে জয়লাভ করার পর তানজেরা বিবি একবার পঞ্চায়েত অফিসে গিয়ে নিজের দায়িত্ব বুঝে নিয়েছিলেন। তারপর তিনি আর পঞ্চায়েত অফিস মুখো হননি । বকলমে পঞ্চায়েতের যাবতীয় কাজকর্ম পরিচালনা করেন তার স্বামী । শুধু তাইই নয়, প্রধানের স্বামী ওয়াশেকুল ইসলামের ইচ্ছার বিরুদ্ধে কেউ কোনো কাজ করলে বা দুর্নীতির বিরুদ্ধে কথা বললে তাকে হুমকির শিকার হতে হয় বলে অভিযোগ । প্রধান ও তার স্বামীর বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে বিরোধী দলগুলি ।।