দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১৮ মার্চ : মাস পাঁচেক আগে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার নর্জায় শ্বশুরবাড়িতে অস্বাভাবিক মৃত্যু হয়েছিল রাজেন ঘোষ (২৪) নামে এক যুবকের । এই ঘটনায় যুবকের স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় অভিযোগ উঠেছিল । সেই অভিযোগের ভিত্তিতে নিহত যুবকের স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করল ভাতার থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম বন্দনা ঘোষ ও তাঁর মেয়ে রিমা ঘোষ ৷ ধৃতদের মধ্যে নিহত যুবক রাজেন ঘোষের স্ত্রী রিমা ও শাশুড়ি বন্দনাদেবী ৷ শুক্রবার রাতে বাড়ি থেকে তাঁদের গ্রেফতার করা হয় । শনিবার ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় ভাতার থানার পুলিশ ৷
জানা গেছে,ভাতার থানার পালাড় গ্রামে বাড়ি নিহত রাজেন ঘোষের । তাঁরা দুই ভাই । রাজেন ছোট । নর্জা বাজারের বাসিন্দা মৃন্ময় ঘোষের একমাত্র মেয়ে রিমা ঘোষের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল রাজেনের । বছর দেড়েক আগে তাঁদের বিয়ে হয়েছিল । রাজেন একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন । মৃত্যুর কিছুদিন আগে ভাতার বাজারে একটি ইলেকট্রনিক্স সামগ্রীর শোরুমে চাকরিতে ঢুকেছিলেন । পরিবার সূত্রে খবর, বিয়ের পর থেকে প্রায়ই শ্বশুরবাড়িতে থাকতেন ওই যুবক । গত বছর দূর্গাপুজোর পঞ্চমীর দিন স্ত্রীর সঙ্গে তিনি শ্বশুরবাড়ি চলে গিয়েছিলেন । তারপর থেকে শ্বশুরবাড়িতেই ছিলেন । মাঝে নবমীর দিন কিছুক্ষণের জন্য বাড়িতে আসেন । এরপর পূজোর একাদশীর রাতে(৭ অক্টোবর ২০২২) শ্বশুরবাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় রাজেন ঘোষকে । শ্বশুরবাড়ির লোকজনরাই তাকে উদ্ধার করে ভাতার হাসপাতালে নিয়ে আসে । চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । পরের দিন যুবকের মৃতদেহটি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ ।
এদিকে যুবকের অস্বাভাবিক মৃত্যু নিয়ে তাঁর পরিবারের মধ্যে সন্দেহ দাঁনা বাঁধে । পরে নিহত যুবকের বাবা মানিক ঘোষ তাঁর ছেলের স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলে ভাতার থানায় একটি এফআইআর রজু করেন । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ । অবশেষে শুক্রবার রাতে নিহত যুবকের স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করা হয় ।।