প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,৩১ জানুয়ারী : ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ।প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে দেশের জাতীয় পতাকা অর্ধনমিত রেকে সাত দিনের রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।সেই মত ১ জানুয়ারি পর্যন্ত দেশের সমস্ত জায়গায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখার কথা।কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ তাঁর গাড়িতে লাগানো থাকা জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ধার ধারলেন না। উল্টে গাড়ির সামনে জাতীয় পতাকার লাগিয়েই ঘুরছেন মন্ত্রী মশাই।সেটাই মঙ্গলবার স্পষ্ট ভাবে ধরা পড়লো বর্ধমান শহরের টাউন হল ময়দানের ’খাদি মেলা’ প্রাঙ্গনে।সরকারি এই অনুষ্ঠানে হাজির হওয়া মন্ত্রী স্বপন দেবনাথের গাড়িতে এদিনও জাতীয় পতাকা বিনা অর্ধনমিত অবস্থাতেই লাগানো থাকতে দেখা যায়।এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতেই মেজাজ হারিয়ে ফেলেন মন্ত্রী মশাই। পরে তিনি তাঁর গাড়ির চালকে গাড়ি থেকে জাতীয় পাতাকাটি খুলে নেওয়ার নির্দেশ দেন।তবে গাড়ি থেকে জাতীয় পতাকা খুলে নেওয়া হলেও রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী কিভাবে রাষ্ট্রীয় শোক পালনের মধ্যে গাড়িতে জাতীয় পতাকা লাগিয়ে রাখতে পারলেন সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে।
বর্ধমানের টাউনহল ময়দানে মঙ্গলবার বিকালে ছিল খাদি মেলার উদ্বোধনী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলাশাসক আয়েশা রানী এ, জেলা পুলিশ সুপার সায়ক দাস, বিধায়ক খোকন দাস, পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার সহ এক গুচ্ছ আধিকারিক। ছিলেন বেশ কয়েকজন রাজনৈতিক নেতৃত্ব। যদিও তারা সমাজসেবী হিসেবেই সরকারি অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় শোক চলছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের স্মরণে।তাই এদিন অনুষ্ঠানে কোন আড়ম্বর ছিল না,উদ্বোধনী মঞ্চে গান বাজনাও ছিল না। সবই ঠিক ছিল।কিন্তু তাল কাটলো মন্ত্রী স্বপন দেবনাথ তার গাড়িতে ওঠার সময়।রাষ্ট্রীয় শোকের আবহে মন্ত্রীর গাড়ির বোনেটে লাগানো ছিল জাতীয় পতাকা।সেই পতাকা অর্ধনমিত করেও রাখা থাকে নি। রাষ্ট্রীয় শোকের মধ্যে আপনার গাড়িতে কেন জাতীয় পতাকা মাথা তুলে উড়ছে?এই প্রশ্ন স্বপন দেবনাথ কে করা হতেই তিনি মেজাজ হারিয়ে ফেলেন।
গাড়ির চালকের ভুল বলে প্রথমে মন্ত্রী মশাই সাফাই দিলেও পরে তিনি সংবাদমাধ্যমের কর্মীদের উপর রেগে লাল হয়ে যান। ওই সময় তিনি বলেন, আমি যানিনা আমার অগোচরে হতে পারে। এটা এমন কিছু নিউজ করার ব্যাপার নয়। ভুল হতেই পারে, ড্রাইভার ভুল করেছে। এরপরই তিনি মেজাজ হারিয়ে বলেন, আপনি লিখে দিননা ভুল করেছি তো কি হয়েছে। এত পজিটিভ নিউজ থাকতে ওটাই আপনার চোখে পড়লো, ওটাই নিউজ করতে হবে মনে হলো। সাংবাদিক স্বাধীনতায় হস্তক্ষেপ করিনা, তা বলে এরকম নিউজ করে বাজার গরম করবেন না।এখানেই মন্ত্রী স্বপন দেবনাথ থামেন নি।এরপর তিনি ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের কাছে গিয়ে উগ্র মেজাজে কয়েকজন সংবাদ মাধ্যমের কর্মীকে শাসন করেন।
মন্ত্রীর বক্তব্য শুনুন 👇
মন্ত্রী মশাইয়েই এই কীর্তি জানার পর বিরোধীরা অবশ্য কটাক্ষ করতে ছাড়ে নি । । তাদের বক্তব্য আসলে নিয়ম না মানাই এখন নিয়ম সিদ্ধ হয়ে গেছে।সেই বেনিয়মের বেড়াজালে এবার স্বয়ং মন্ত্রী স্বপন দেবনাথও আবদ্ধ হয়ে পড়লেন। জেলা কংগ্রেস নেতা গৌরভ সমাদ্দার বলেন, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত,রাষ্ট্রীয় শোকের মধ্যে রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী তাঁর গাড়িতে জাতীয় পতাকা মাথা তলে উড়বে এটা প্রত্যাশিত নয়।।