এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৩ মে : কে পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমা নিষিদ্ধ করা হল ? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে নোটিশ দিয়ে জবাব করল সুপ্রিম কোর্ট । মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সরকারকেও আদালত নোটিশ জারি করে জবাব তলব করেছে । পশ্চিমবঙ্গে ও তামিলনাড়ুর মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন ‘দ্য কেরালা স্টোরি’ হিন্দি ছবিটি নিষিদ্ধ ঘোষণা করার পর ছবিটির প্রযোজকের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি মামলা রজু করা হয়েছিল । শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে সেই মামলার মামলার শুনানি হয় । প্রযোজকের পক্ষে সুপ্রিম কোর্টে হাজির হন বর্ষীয়ান আইনজীবী হরিশ সালভে । অন্যদিকে কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে আইনজীবী হিসাবে আদালতে হাজির হয়েছিলেন ।
বাদি ও বিবাদি পক্ষের আইনজীবীদের যুক্তি ও পালটা যুক্তির পর প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় প্রশ্ন তোলেন, ‘সব রাজ্যে সিনেমাটা দেখানো হচ্ছে। কোথাও কোনও হিংসা হচ্ছে না। তাহলে পশ্চিমবঙ্গে দেখাতে কিসের সমস্যা ? পশ্চিমবঙ্গ তো ভারতের বাকি অংশ থেকে আলাদা নয় । সিনেমাটা তো প্রেক্ষাগৃহে চলতে দিতে হবে । যাঁর ইচ্ছে হবে দেখবেন, যাঁর হবে না দেখবেন না ।’ প্রধান বিচারপতি সাফ জানিয়ে দেন, একটা সাধারণ বিষয়কে অকারণ জটিল করে তোলা হয়েছে ।
‘দ্য কেরালা স্টোরি’র প্রযোজকের পক্ষ থেকে আইনজীবী হরিশ সালভে বলেছিলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ছবিটি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে এবং এটি দেখানোর ফলে আইনশৃঙ্খলার সমস্যা হতে পারে। তিনি জানান, কোনো সমস্যা ছাড়াই ছবিটি ৩ দিন চলে, তারপর এটি নিষিদ্ধ করা হল । হুমকির অজুহাত দেখিয়ে তামিলনাড়ুর সরকারও ছবিটি ‘ছায়া নিষেধাজ্ঞা’ জারি করেছে ।
প্রধান বিচারপতি (সিজেআই) ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি বেঞ্চ আগামী বুধবার এই বিষয়ে শুনানি করবে । তার আগে মঙ্গলবারের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এনিয়ে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত ।।