এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৮ নভেম্বর : আজ নদীয়া জেলার করিমপুর রেগুলেট মার্কেট ফুটবল মায়দানে কৃষ্ণগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও পিনাকী মিশ্রর ম্যারেজ পার্টি সেলিব্রেশন হবে বলে জানালেন রাজ্য বিজেপির মুখপাত্র রাজ্যশি লাহিড়ী(রাজ) (Rajarshi Lahiri) ৷ তিনি জানান যে কোটি টাকা ব্যায় করে সমস্ত মাঠ প্যান্ডেল ও লাইটিং দিয়ে মুড়ে ফেলা হয়েছে। কিন্তু তৃণমূল সাংসদের উদ্দেশ্যে একটা প্রশ্নও ছুড়ে দিয়েছেন তিনি । তার প্রশ্ন হল : “এই মাঠেই বিগত কয়েক বছর ধরে হিন্দুদের কীর্তনের অনুষ্ঠান, বাউলের মেলা ইত্যাদি কোনো ধর্মীয় অনুষ্ঠানের কোনো অনুমতি মাঠ কর্তৃপক্ষ দেয় না। কেনো ?”
প্রসঙ্গত,ডেনমার্কের অর্থনীতিবিদের সঙ্গে প্রথম বিয়ে হয়েছিল মহুয়া মৈত্রর। তিনি নিজেও রাজনীতিতে আসার আগে ব্যাঙ্কিং সেক্টরের উচ্চপদে চাকরি করতেন। তবে পরবর্তীতে তাঁদের বিচ্ছেদ হয় । এরপর তিনি ফের বিবাহবন্ধনে আবদ্ধ হন । চলতি বছরে বিদেশে গিয়ে অত্যন্ত গোপন বিয়ে করেন ৫১ বর্ষীয়া তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ গত ৩ মে তাদের বিয়ের একটি ছবি প্রকাশ্যে আসে। বর উড়িষ্যার কংগ্রেস নেতা ৬৫ বর্ষীয় পিনাকী মিশ্র । পিনাকী মিশ্র পুরী থেকে চারবার জয়ী সাংসদ৷ সুদূর জার্মানির বার্লিন শহরের এক রাজপ্রাসাদে তাঁর সঙ্গে পিনাকীর চার হাত এক হয় । গত আগস্টে দিল্লির এক অভিজাত হোটেলে পরিচিত, বন্ধু এবং সহকর্মীদের রিসেপশন পার্টি দেন মহুয়া এবং তাঁর স্বামী পিনাকী মিশ্র ।
আজ শনিবার সন্ধ্যায় তাদের ম্যারেজ পার্টি সেলিব্রেশন হবে বলে জানালেন রাজ্য বিজেপির মুখপাত্র রাজ্যশি লাহিড়ী। তিনি সোশ্যাল মিডিয়ায় তার আমন্ত্রণপত্রও শেয়ার করেছেন । তাতে “ম্যারেজ পার্টি সেলিব্রেশন”-এর স্থান করিমপুর রেগুলেট মার্কেট ফুটবল মায়দান লেখা হয়েছে । এই করিমপুর বিধানসভার এক সময়ের তৃণমূল বিধায়ক ছিলেন মহুয়া । কিন্তু ওই মাঠে মহুয়ার ম্যারেজ পার্টি সেলিব্রেশনের আয়োজন নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যশি লাহিড়ী৷
তিনি লিখেছেন,’অনেক শুভনন্দন আপনাকে মহুয়া মৈত্র । কিন্তু প্রশ্ন একটাই থাকছে,আজ ইংরেজি ০৮/১১/২৫ শনিবার সন্ধে ০৭:০০ টার পরে কৃষ্ণগরের সাংসদ মহুয়া মৈত্র ও পিনাকী মিশ্রর ম্যারেজ পার্টি সেলিব্রেশন হবে করিমপুর রেগুলেট মার্কেট ফুটবল মায়দানে। কোটি টাকা ব্যায় করে সমস্ত মাঠ প্যান্ডেল ও লাইটিং দিয়ে মুড়ে ফেলা হয়েছে। খুব ভালো। আনন্দ করার অধিকার সবার আছে।অথচ এই মাঠেই বিগত কয়েক বছর ধরে হিন্দুদের কীর্তনের অনুষ্ঠান, বাউলের মেলা ইত্যাদি কোনো ধর্মীয় অনুষ্ঠানের কোনো অনুমতি মাঠ কর্তৃপক্ষ দেয় না। কেনো?
বহরমপুর থেকে দুই বাস ভর্তি হয়ে ক্যাটারিং টিম এসে পৌঁছেছে। ৮ হাজারেরও বেশি লোক আমন্ত্রীত হয়েছেন। আজ বিকেল ৩ টের থেকে করিমপুর নুতন বাসস্ট্যান্ড ভি আই পি দের আনাগোনার জন্য প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেয়া হবে। কার্যত আজ করিমপুর স্তব্ধ হয়ে যাবে। যে মাঠ সার্বজনীন কাজে ব্যবহারের অনুমতি নেই, সেই মাঠ সাংসদের বিয়েবাড়ির জন্য প্রশাসন কি ভাবে দেয়? সাংসদের বিয়েবাড়ির জন্য বাস চলাচল ব্যাহত করে হচ্ছে কেনো?’

