এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ এপ্রিল : পঞ্চমবারেও কলকাতার নিজাম প্যালেসে সিবিআইয়ের রাজ্য সদর দপ্তরে হাজিরা দিলেন না তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । ফলে এবারেও গরু পাচার মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি সিবিআই । গত বুধবার
সকাল অনুব্রত মণ্ডল যখন চিনার পার্কের নিজের বাড়ি থেকে বেড়িয়েছিলেন তখন আশা করা হয়েছিল তিনি এবার সিবিআইয়ের মুখোমুখি হবেন । কিন্তু সিবিআইয়ের দপ্তরে না গিয়ে তিনি সোজা চলে যান এসএসকেএম হাসপাতালে । উডবান ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে তাঁকে ভর্তি করে নেওয়া হয় । অবশ্য পরে তাঁকে সরানো হয় অন্য ওয়ার্ডে ।
কিন্তু কি তাঁর শারিরীক সমস্যা ? গরু পাচার মামলায় সিবিআইয়ের কাছে হাজিরার আগেই কেন বারবার অসুস্থ হয়ে পড়ছেন অনুব্রত মণ্ডল ? এখন এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেছে সিবিআইয়ের তাবড় অফিসারেরা । আর এর উত্তর খুঁজতে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠিও দিয়েছিল সিবিআই । উত্তরও এসেছিল । তাতে অনুব্রত মণ্ডলের হৃদযন্ত্র ও শ্বাসকষ্ট জনিত সমস্যার উল্লেখ রয়েছে । কিন্তু সেই উত্তরের মধ্যেই কিছু একটা গড়বড় আছে বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । সেই কারনে তৃণমূল কংগ্রেসের এই শীর্ষ স্থানীয় নেতাকে এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লিতে নিয়ে গিয়ে এইমসে তাঁর চিকিৎসা করানোর কথা চিন্তাভাবনা শুরু করে দিয়েছে সিবিআই ।
কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ যদি অনুব্রত মণ্ডলকে রিলিজ অর্ডার না দেয় সে ক্ষেত্রে কি হবে ? সুত্রের খবর,এনিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি ইতিমধ্যেই লিগাল সেলের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে । অনুব্রতকে নিজেদের হেফাজতে নিয়ে দিল্লি নিয়ে যাওয়ার জন্য সিবিআই শীঘ্রই হাইকোর্টের দ্বারস্থ হতে পারে । আর সব কিছু ঠিকঠাক থাকলে সিবিআই আগামী সপ্তাহেই অনুব্রত মণ্ডলকে নিয়ে বিশেষ বিমানে দিল্লি রওনা দিতে পারে বলে খবর ।
তবে তার আগে জিজ্ঞাসাবাদ করা হতে পারে অনুব্রত মণ্ডলের চিকিৎসার দায়িত্বে থাকা এসএসকেএমের মেডিকেল অফিসারদেও । প্রয়োজনে অনুব্রতর পূর্বের চিকিৎসার ডিটেল চাইতে পারে তদন্তকারী আধিকারিকরা ।।