এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৯ মার্চ : মহম্মদ ইউনূসের নেতৃত্বে ইসলামি জঙ্গি সংগঠনগুলি শেখ হাসিনার কাছ থেকে অনৈতিকভাবে ক্ষমতা কেড়ে নেওয়ার পর থেকেই বাংলাদেশের হিন্দুদের জীবন ও সম্পত্তি তীব্র অনিশ্চয়তার মুখে পড়েছে । হিন্দুদের ধর্মান্তরিত হতে বাধ্য করা থেকে শুরু করে গায়ের জোরে সম্পত্তি কেড়ে নেওয়ার ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে বাংলাদেশে ৷ প্রতিবাদ করলেই মুসলিমদের হাতে হয় খুন হতে হচ্ছে অথবা বিনা অপরাধে হামলার শিকার হতে হচ্ছে । এমনই একটা ঘটনার খবর পাওয়া গেছে আজ রবিবার বাংলাদেশের ঝালকাঠি জেলার নেছারাবাদের সমুদয়কাঠি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৈশানি গ্রামে ।
জানা গেছে,নিজের পৈতৃক সম্পত্তি জবরদখলের হাত থেকে রক্ষা করতে গিয়ে প্রতিবেশী মহম্মদ নয়ন গাজী ও তার দলবলের হাতে ব্যাপক মার খেলেন শম্ভু সরকার নামে এক হিন্দু যুবক । ধারাল অস্ত্র দিয়ে কোপানোর পাশাপাশি তাকে লাঠিসোঁটা দিয়ে বেদম মারধর করে জিহাদি মহম্মদ নয়ন গাজী ও তার দলবল । বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই হতভাগ্য হিন্দু যুবক ।
হাসপাতালে শম্ভু সরকারের মায়ের আর্তনাদের ভিডিও শেয়ার করা হয়েছে স্বরূপকাঠী প্রেস ক্লাবের ফেসবুক পেজে । যেখানে মহিলাকে কাঁদতে কাঁদতে বলতে শোনা গেছে,’জমি নিয়ে কি হবে ?’ তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,’আপনারা কি কিছু করতে পারবেন ? কিছুই করতে পারবেন না৷ ছবি তোলার কোন দরকার নেই ।’ এরপর তিনি বলেন, ‘নয়ন গাজী টাকা খাইয়ে পুরো জমি নিজের নামে করে নিয়েছে৷ কেন আমরা নির্যাতনের শিকার ? আমরা সংখ্যালঘু তাই ? আমাদের অপরাধ আমরা সংখ্যালঘু ।’ এরপর মহিলা আহত ছেলের দিকে তাকিয়ে হাউ হাউ করে কাঁদতে শুরু করেন । দেখুন অসহায় মায়ের আর্তনাদের ভিডিও 👇
জানা গেছে, মৈশানি গ্রামের বাসিন্দা বৃদ্ধা ননীগোপাল সরকারের ছেলে শম্ভু সরকার । বৃদ্ধ-বৃদ্ধা মা ও বাবাকে নিয়ে তাদের তিনজনের সংসার ৷ ননীগোপালবাবু অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক । অভিযোগ যে শম্ভু সরকারদের জমি জায়গার উপর দীর্ঘদিনের লোভ ছিল একই গ্রামের বাসিন্দা মহম্মদ নয়ন গাজীর । সম্প্রতি সে ভূমি দপ্তরের টাকা খাইয়ে শম্ভু সরকারদের সম্পত্তির বেশ কিছুটা অংশ নিজের নামে রেকর্ড করে নেয় । এরপর সেই জমি দখল করতে গেলে শম্ভু সরকারদের বাধার মুখে পড়তে হয় । বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় । আগামী ১৪ ই মার্চ সেই মামলার শুনানি আছে । কিন্তু তার আগেই জমি দখল করতে শম্ভু সরকারদের কাছে ৫ লাখ টাকা অথবা সাদা কাগজে স্বাক্ষর করে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিল মহম্মদ নয়ন গাজী । কিন্তু শম্ভু সরকাররা তার এই অনৈতিক প্রস্তাব মেনে নেয়নি । আর সেই অপরাধে আজ রবিবার শম্ভুদের জমিতে চাষ দিয়ে জোর করে দখল করে নেওয়ার উদ্দেশ্যে দলবল জুটিয়ে মাঠে গিয়েছিল নয়ন গাজী । কিন্তু শম্ভু একাই তাদের বাধা দিতে যায় । সেই সময় নয়ন গাজিরা ধারালো অস্ত্র এবং লাঠিসোটা নিয়ে তার উপর হামলা চালায় । খবর পেয়ে পরিবারের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য আনে । যদিও এই ঘটনায় ন্যাকারজনক ভূমিকা পালন করছে বাংলাদেশের পুলিশ ।।