এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ এপ্রিল : ওয়েব সাইটে ওএমআর শিটের ‘মিরর ইমেজ প্রকাশ’ ও ‘সম্মানের সঙ্গে চাকরিতে পূনর্বহালের দাবিতে আজ বুধবার রাজ্যজুড়ে ডিআই ভবন অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মীরা৷ কিন্তু কসবার ডিআই অফিসে চত্বরে পুলিশের হামলার শিকার হতে হল চাকরিহারাদের । পুলিশের লাঠির আঘাতে মাথা ফেটেছে আবার কারোর পিঠ লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে দেওয়া হয়েছে বলে অভিযোগ ।পুলিশের এই নিষ্ঠুর আচরণে রাজ্য জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে । চাকরিহারাদের উপর কেন লাঠিচার্জ করা হল পুলিশের কাছে তার জবাব চেয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ তিনি পুলিশ দ্বারা কাজ হারানো কয়েকজন শিক্ষককে চ্যাঙদোলা করে করে তুলে নিয়ে যাওয়ার ভিডিও শেয়ার করে শুভেন্দু অধিকারী লিখেছেন,’যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মারলে কেন, পুলিশ তুমি জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে…যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের উপর মমতা পুলিশের নির্মমভাবে লাঠিচার্জের প্রতিবাদে আজ বিজেপির বিধায়কগন লালবাজারের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে গেলে মমতা পুলিশ প্রায় টেনে হিঁচড়ে গায়ের জোরে বিধায়কদের গ্রেফতার করল। আমি মমতা বন্দ্যোপাধ্যায় কে বলতে চাই এভাবে আপনি প্রতিবাদের কন্ঠ রূদ্ধ করতে পারবেন না। আগামী দিনে আপনার সরকারের দুর্নীতির বিরুদ্ধে মানুষকে সাথে নিয়ে বিজেপির প্রতিবাদ তীব্র থেকে তীব্রতর হবে।’ ভিডিওতে শ্লোগান দিতে শোনা গেছে,’পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো ।’।