এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৯ এপ্রিল : “আমাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আপনাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে ? নাম বলুন । বলছে ইঁহা কা ভূমি পুত্রই হোগা । আরে ভূমিপুত্রটা কে ? নাম বলুন । বিয়ে করতে যাচ্ছেন এদিকে বরের ঠিক নেই । আপনারা মনে মনে জানেন ২৫০-র বেশি আসন পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফের মুখ্যমন্ত্রী হতে চলেছেন । তাই মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীর নাম বলে আপনারা নিজেদের দলের নেতাদের চটাতে চাইছেন না ।’ সোমবার পূর্ব বর্ধমানের ভাতারের দলীয় প্রার্থী মানগোবিন্দ অধিকারীর সমর্থনে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উদ্দেশ্যে এই প্রশ্নই ছুড়ে দিলেন সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
এদিন শীতলকুচির ঘটনা নিয়ে ফের কেন্দ্র সরকারকে একহাত নেন অভিষেক । তিনি বলেন, ‘শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনী ৫ জন বাঙালিকে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করেছে । একদম বুকে গুলি চালিয়েছে ৷ তার মানে কি ? তার মানে দিল্লির কথায় গুলি চালিয়েছে । কার ইন্ধনে কার প্ররোচনায় গুলি চালিয়েছে ? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এর পিছনে কত বড় মাথা যুক্ত তা জানতে আগামী দিনে পূর্ণাঙ্গ তদন্ত করবেন ।’ এরপর তিনি বলেন,’সিপিএমের আমলে এই ধরনের গনহত্যা হয়েছিল । তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালের দশ বছর এই ধরনের গনহত্যা দেখেনি মানুষ ।’ তাঁর কথায়, ‘শীতলকুচির ওই ৫ জন বাংলা মায়ের সন্তানের অপরাধ ছিল তাঁরা গরীব । তাঁরা দিল্লি, মধ্যপ্রদেশের নেতাদের কাছে বশ্যতা স্বীকার করেননি, এই ছিল তাঁদের অপরাধ । এদের অপরাধ লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজেরা দিতে যাচ্ছিল ।’ এরপর উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ‘যারা বাঙালির রক্তে বাংলা দখল করতে চাইছে আগামী ২২ তারিখে ব্যালটের মাধ্যমে তাদের জবাব দিন ।’
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এদিনের বক্তব্যের আগাগোড়াই ছিল রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি কেন্দ্র সরকারকে নিশানা করে । তিনি বলেন, ‘দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যাদের পা বাংলার মাটিতে পড়ত না তাঁরা এখন ডেলি প্যাসেঞ্জারি করছেন । উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে ৷ তৃণমূলকে হারাতে হবে । বিজেপি,সিপিএম,কংগ্রেস বলছে তৃণমূলকে হারাও । আর বাংলার দশ কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার জন্য বুক চিতিয়ে লড়াই করছেন ।’ প্রধানমন্ত্রীকে নিশানা করে অভিষেক বলেন, ‘বাংলায় লিখতে জানেন না,পড়তে জানেন না আর বলছেন সোনার বাংলা করবেন । রোজ দশটা করে বাঙালি খুন করে সোনার বাংলা করবেন ?’
এদিন পূর্ব বর্ধমান জেলার কেতুগ্ৰাম, মঙ্গলকোট, আউশগ্রাম এবং ভাতার এই চার বিধানসভা কেন্দ্রে এদিন জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে শেষে ভাতার বাজার সংলগ্ন মাঠে দলীয় প্রার্থী মানগোবিন্দ অধিকারীর সমর্থনে জনসভায় আসেন তিনি। পূর্ব বর্ধমান জেলার ৮ আসনের ভোটের প্রচারের শেষ দিনে কখনও করোনা পরিস্থিতির প্রসঙ্গে, কখনও রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরে আবার কখনও পেট্রোল ডিজেল, রান্নার গ্যাসের মুল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে একের পর এক বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । পূর্ব বর্ধমান জেলার উন্নয়নে রাজ্য ও কেন্দ্র সরকারের ভূমিকা নিয়ে বিতর্কে বসার জন্য কেন্দ্রের বিজেপি সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
সেই সঙ্গে তিনি দাবি করেন, দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ফের রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল । পাশাপাশি তাঁর কথায়, ‘২ তারিখের পর স্লোগান হবে বলহরি হরিবোল । বিশ্বাসঘাতক ও বহিরাগতদের খাটে তোল ।’