এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১১ আগস্ট : কথিত ‘ভোট চুরি’র প্রতিবাদের নামে নির্বাচন কমিশন কর্তৃক পরিচালিত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) বন্ধ করতে আজ সোমবার নির্বাচন কমিশন অভিযান করে ইন্ডি জোট । সেই অভিযানে নির্দিষ্ট সংখ্যক সাংসদদের বেশি সাংসদ যোগ দেওয়ায় পুলিশ রাহুল গান্ধী সহ বেশ কয়েকজন সাংসদকে আটক করে । সেই সময় প্রিজন ভ্যানে তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে ৷ এদিকে প্রিজন ভ্যান এর মধ্যে মহুয়া মৈত্রর একটা ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । ভিডিওতে মহুয়া সিটে নেতিয়ে বসে থাকতে দেখা গেছে । এটাও দেখা গেছে যে তিনি একগাল হেসে কাউকে উড়ন্ত চুম্বন বা ফ্লাইং কিস দিচ্ছেন । তবে কার উদ্দেশ্যে মহুয়া উড়ন্ত চুম্বন দিয়েছেন জানা না গেলেও তার অসুস্থতার ‘ভান করা’ নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি । রাজ্য বিজেপির যুবনেতা ও কলকাতা হাইকোর্টের আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি ভিডিওটি এক্স-এ শেয়ার করে লিখেছেন,টিএমসির ‘পাশবিকতা’ । ভিডিওতে মহুয়া মৈত্র অভিনীত — কাউকে উড়ন্ত চুম্বন দিচ্ছেন। চরম নাটকীয়তা।’
আজ সকাল সাড়ে ১১টা নাগাদ সংসদের মকরদ্বার থেকে ইন্ডি জোটের সাংসদরা পদযাত্রা শুরু করেন । প্রায় ২০০ সাংসদ হাতে প্ল্যাকার্ড সেই মিছিলে যোগ দেন । কিন্তু নির্বাচন কমিশনের দপ্তর থেকে ৬০০ মিটার দূরত্বেই তাদের আটকে দেয় দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ তাদের ব্যারিকেড করে আটকাতে গেলে চড়ে শাড়ি পরেই ব্যারিকেড টপকাতে দেখা যায় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে । ব্যারিকেড টপকান সপা নেতা অখিলেশ যাদবও। কিন্তু পুলিশ তাদের টানতে টানতে বাসে তোলে । সেই সময়েই নাকি মহুয়া মৈত্র অসুস্থ রাস্তায় পড়ে ।
আসলে,নির্বাচন কমিশন কংগ্রেসের জয়রাম রমেশকে চিঠি দিয়ে জানিয়ে দেয় যে ৩০ জন প্রতিনিধি নিয়ে কমিশনের অফিসে আলোচনার জন্য আসতে । কিন্তু বিরোধীরা ২০০ জন সাংসদকে নিয়ে নির্বাচন কমিশনের অফিসে যাওয়ার চেষ্টা করলে দিল্লি পুলিশ তাদের আটকে দেয় ।।